ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বিশ্ব গণমাধ্যমে টাইগার যুবাদের প্রশংসা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
বিশ্ব গণমাধ্যমে টাইগার যুবাদের প্রশংসা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শক্তিশালী ভারতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতে ইতিহাস গড়ল বাংলাদেশ। ফাইনালের মঞ্চে বৃষ্টি আইনে ৩ উইকেটে জয় পায় আকবর আলীর দল। আর এ ম্যাচ শেষে বিশ্ব গণমাধ্যমে প্রশংসায় ভাসছে টাইগার যুবারা।

আইসিসি তাদের পেজের মূল শিরোনামে লিখেছে, বাংলাদেশ ঐতিহাসিক জয়ের মধ্যদিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ নিশ্চিত করল।

ক্রিকেটের সবচেয়ে বড় নিউজ পোর্টাল ক্রিকইনফো তাদের মূল শিরোনাম করেছে, আকবর আলী, শরিফুল ইসলামরা বাংলাদেশকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতালো।

ক্রিকবাজ লিখেছে, প্রথমবারের মতো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতলো।  

আইসিসি তাদের পেজের মূল শিরোনামে লিখেছে, বাংলাদেশ ঐতিহাসিক জয়ের মধ্যদিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ নিশ্চিত করলো।  

বিবিসি লিখেছে, ভারতকে হারিয়ে প্রথমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতলো বাংলাদেশ। এনডি টিভি তাদের শিরোনাম করেছে, বাংলাদেশ ভারতকে হারিয়ে প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে।

হিন্দুস্তান টাইমস লিখেছে, বিষ্ণুর পারর্ফম ম্লান করে ভারতকে হারিয়ে বাংলাদেশ প্রথমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতলো।  

ইন্ডিয়া টুডে শিরোনামে লিখেছে, বিষ্ণুই ভয় জয় করে বাংলাদেশ প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে।

আনন্দবাজার লিখেছে, কাজে এলো না বিষ্ণুইর স্পেল, ইতিহাস গড়ল বাংলাদেশ। ডন লিখেছে, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশের ৩ উইকেটের জয়।  

স্কাই স্পোর্টস লিখেছে, প্রথমবারের মতো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতলো। সুপার স্পোর্ট শিরোনাম করেছে, বাংলাদেশ প্রথমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
এমএমএস/ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।