ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

মুজিববর্ষ উপলক্ষে ফেনী কলেজছাত্র সংসদের ক্রিকেট টুর্নামেন্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
মুজিববর্ষ উপলক্ষে ফেনী কলেজছাত্র সংসদের ক্রিকেট টুর্নামেন্ট

ফেনী: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে ফেনী সরকারি কলেজছাত্র সংসদের (ফেকসুর) আয়োজনে ফেনী পৌরসভার সাবেক কমিশনার মরহুম জয়নাল আবদিন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে পাইলট হাই স্কুল মাঠে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পালের সভাপতিত্বে অনুষ্ঠনে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার খন্দকার নুরুন্নবী ও কলেজের শিক্ষার্থীসহ অভিভাবকরা।

উদ্বোধনী অনুষ্ঠানে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

খেলায় অনার্স বিভাগের ১৫টি, একাদশ-দ্বাদশ শ্রেণির একটি, ডিগ্রি বিএসএস-বিবিএসের একটি ও বিএ-বিএসসির একটি দল অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
এসএইচডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।