ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

চট্টগ্রামের বদলে বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ সিলেটে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
চট্টগ্রামের বদলে বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ সিলেটে ফাইল ফটো

গত মাসের শেষে জিম্বাবুয়ের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  তবে পূর্ণাঙ্গ এই সিরিজের তিন ম্যাচের ওয়ানডের ভেন্যু বদল হয়েছে। যেখানে এর আগে ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচ চট্টগ্রামে হওয়ার কথা থাকলেও, নতুন সূচিতে ম্যাচগুলো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এক বিবৃতিতে এমনটি জানিয়েছে বিসিবি।

সফরে দু’দল এক ম্যাচের টেস্ট, তিনটি ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। সফরের শুরুতে রয়েছে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ।

বাংলাদেশের পাকিস্তান সফরের দ্বিতীয় ধাপের পরেই জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে নামবে টাইগাররা। ১৫ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে।

সফরের শুরুতে ১৮-১৯ ফেব্রুয়ারি দু’দিনের একটি প্রস্তুতি ম্যাচ মাঠে গড়াবে। আর ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি মিরপুর শেরে বাংলায় একমাত্র টেস্ট অনুষ্ঠিত হবে।

সিরিজের তিনটি ওয়ানডেই অনুষ্ঠিত হবে সিলেটে। ম্যাচগুলো যথাক্রমে ১, ৩ ও ৬ মার্চ মাঠে গড়াবে। এরপর ঢাকায় ফিরে আসবে দু’দল। আর মিরপুরে ৯ ও ১১ মার্চ দুটি টি-টোয়েন্টি হবে। পরে ১২ মার্চ দেশ ত্যাগ করবে জিম্বাবুয়ে।

বাংলাদেশ-জিম্বাবুয়ে সূচি:
১৫ ফেব্রুয়ারি: জিম্বাবুয়ের আগমন
১৮-১৯ ফেব্রুয়ারি: দুই দিনের প্রস্তুতি ম্যাচ
২২-২৬ ফেব্রুয়ারি: একমাত্র টেস্ট
০১ মার্চ: প্রথম ওয়ানডে 
০৩ মার্চ: দ্বিতীয় ওয়ানডে
০৬ মার্চ: তৃতীয় ওয়ানডে
০৯ মার্চ: প্রথম টি-টোয়েন্টি
১১ মার্চ: দ্বিতীয় টি-টোয়েন্টি
১২ মার্চ: জিম্বাবুয়ের বাংলাদেশ ত্যাগ

# প্রতিটি ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ দিবা-রাত্রির অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
এমএমএস/আরএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।