ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

যুবাদের বিশ্বজয়ে উচ্ছ্বসিত সাকিব আল হাসান 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
যুবাদের বিশ্বজয়ে উচ্ছ্বসিত সাকিব আল হাসান  .

চারবারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে প্রথমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। ফাইনালে বৃষ্টি আইনে ৩ উইকেটের রোমাঞ্চকর জয় পায় আকবর আলীর দল। টাইগার যুবাদের দারুণ এ জয়ে  টুইট বার্তায় অভিনন্দন জানিয়েছেন সিনিয়র টাইগার মুশফিকুর রহিম ও তামিম ইকবাল।

তামিম-মুশফিকের পাশাপাশি প্রথমবারের মতো বাংলাদেশের বিশ্বজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দুই বছরের জন্য (এক বছর স্থগিত) ক্রিকেট থেকে নিষেধাজ্ঞায় থাকা সাকিব আল হাসান। ভারতকে হারানোর পরপরই নিজের অফিসিয়াল ফেসবুকে উচ্ছ্বসিত পোস্ট করেন বিশ্বের সেরা অলরাউন্ডার।

সাকিব লিখেন, ‘যুবা টাইগাররা এটা করে দেখিয়েছে! অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নীল যুবাদের (ভারত) ৩ উইকেটে হারিয়ে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ’

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।