ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ওরা জেতার জন্য খেলে: পাপন 

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
ওরা জেতার জন্য খেলে: পাপন  পাপন ও যুব বিশ্বকাপজয়ী বাংলাদেশ দল

বাংলাদেশের ক্রিকেটের নতুন দিনের সূচনা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। বিশ্বকাপ ক্রিকেটের সোনালী ট্রফিটা এখন নিজেদের দখলে নিয়ে নিয়েছে আকবর আলীরা। যার কারণে বাংলাদেশ শব্দটির আগে এখন দুটি শব্দ অনায়াসে যোগ করা যায়। সেটা হলো ‘বিশ্ব চ্যাম্পিয়ন’। লেখা যায় ‘বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ’।
 

দেশের ক্রিকেটের এমন আনন্দক্ষণে সোমবার (১০ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাজমুল হাসান পাপন। বিশ্বকাপ জয়ের অনুভূতি জানাতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি বলেন, ‘আসলে এই দলটা দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে আপনাদের বলেছিলাম, এখন পর্যন্ত যতগুলো দল এর আগে পাঠিয়েছি এদের মধ্যে এই দলটা ওয়েল প্রিপেয়ার্ড, ওয়েল প্লানড টিম।

এবং ওদের পারফরম্যান্সে আমরা আশা করেছি ওরা ভালো করবে। এই জিনিসটা কিন্তু এর আগে কখনো এরকম করে বলিনি। কারণ ওদেরকে নিয়ে একটা স্পেশাল প্ল্যান আমাদের আগেই ছিলো। ’

তিনি আরও বলেন, ‘২০১৬তে যে টিমটা ছিলো আমাদের বিশ্বাস ছিলো যে, ফাইনাল খেলবো। কিন্তু হয়নি। আমরা সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যাই। তবে ওখান থেকেই আমরা একটি জিনিস বুঝতে পেরেছিলাম, কোথায় আমাদের ঘাটতিটা ছিলো। তখনই আমরা আসলে ঠিক করি যে, এই বিশ্বকাপের জন্য আগে থেকেই প্লান করতে পারি। চেষ্টা করে দেখতে পারি আলাদা করে কিছু করতে পারি কিনা। ’

বিসিবি সভাপতি জানান, দলের সবার মধ্যেই জয়ের প্রেরণা কাজ করেছে। যার জন্যই এই সাফল্য এসেছে। পাপন বলেন, ‘আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ওরা জেতার জন্য খেলে। প্রত্যেকটা বল অ্যাকশন দেখলে মনে হয় ওরা জেতার জন্য খেলে জানটা দিয়ে দিচ্ছে। ফিল্ডিং অসাধারণ, ফিল্ডিং এবং ফিটনেস নিয়ে আমরা অল্প বয়স থেকেই কাজ করছি। আমি মনে করি, সবকিছু মিলিয়ে এই সাফল্যটা এসেছে। ’

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।