ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেটারদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন তামিম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
ক্রিকেটারদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন তামিম ক্রিকেটারদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করছেন তামিম

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের ক্রিকেটারদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের তারকা খেলোয়াড় তামিম ইকবাল।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় জেলা স্টেডিয়াম মাঠে জেলার আটটি দলের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। তামিম ইকবালকে কাছে পেয়ে গ্যালারি জুড়ে দর্শকদের উচ্ছাস আর খেলোয়াড়দের মাঝে বাড়তি আনন্দ যোগ হয়।

 

জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠানে জেলা প্রশাসক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২০২০ এর উদ্বোধন করেন এবং ক্ষুদে ক্রিকেটারদের নিয়ে কর্মশালায় যোগ দেন তামিম। এরপর সদর উপজেলার লাল ও সবুজ দলের ১০ ওভারের ক্রিকেট ম্যাচ উপভোগ করেন।  

জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খন্দকার আশফাকুজ্জামান, ক্রাউন সিমেন্ট লিমিটেড এর ভাইস চেয়ারম্যান মো. আলমগীর কবিরসহ আরও অনেকে।  

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।