ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

শুরুতেই ফিরতে হলো সাইফকে, ক্রিজে তামিম-শান্ত

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২০
শুরুতেই ফিরতে হলো সাইফকে, ক্রিজে তামিম-শান্ত ...

মিরপুর স্টেডিয়াম থেকে: মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের প্রথম ইনিংসে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। জিম্বাবুয়েকে মাত্র ২৬৫ রানে অলঅউট করে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামে টাইগাররা। কিন্তু শুরতেই ধাক্কা কেতে হলো টাইগারদের। ভিক্টর নিয়াউচির বলে উইকেটের পেছনে রেগিস চাকাবভার হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৮ রান করে সাজঘরে ফেররে ওপেনার সাইফ হাসান।  

এই প্রতিবেদন লেখা পর্যন্ত (সাড়ে ১১টা) প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ২২ রান। তামিম ইকবাল ((১০) ও নাজমুল হোসের শান্ত (২) অপরাজিত রয়েছেন।



এরআগে রোববার (২৩ ফেব্রুয়ারি) ৬ উইকেটে ২২৮ রান নিয়ে খেলতে নামা জিম্বাবুয়ে প্রথম ইনিংসে ২৬৫ রানে অলআউট হয়। দ্বিতীয় দিনের শুরু থেকেই সফরকারী ব্যাটসম্যানদের সুবিধা করতে দেননি টাইগার বোলাররা। রাহীর বোলিং তোপে আগের দিনের সঙ্গে ৩৭ রান যোগ করেই জিম্বাবুয়ের প্রথম ইনিংস শেষ হয়।

৬ উইকেটে ২২৮ রান নিয়ে দিনের খেলা শুরু করে সফরকারী জিম্বাবুয়ে। ডোনাল্ড তিরিপানোকে ফিরিয়ে দ্বিতীয় দিনের প্রথম সাফল্য এনে দেন রাহী। দলীয় ২৪০ রানের মাথায় ৮ রান করে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিরিপানো।

এরপর আইনসলে এনভোদুকে শূন্য রানে এলবিডব্লিউর ফাঁদে ফেলে আবারও প্যাভিলিয়নের পথ দেখান রাহী। চার্লটন টিসুমাও রানের খাতা খোলার আগে তাইজুল ইসলামের বলে এলবিডব্লিউ শিকার হন। রেগিস চাকাবভা ৩০ রান করে তাইজুলের দ্বিতীয় শিকারে পরিণত হলে প্রথম ইনিংসে ২৬৫ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।

নাঈম হাসান ও আবু জায়েদ রাহী ৪টি এবং তাইজুল ইসলাম ২টি উইকেট নেন।

এর আগে সিরিজের একমাত্র টেস্টের প্রথম দিনে জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন সেঞ্চুরির দেখা পান।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২০
আরএআর/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।