ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হারের পর এবার জরিমানা দিতে হচ্ছে পোলার্ড-হোপদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২০
হারের পর এবার জরিমানা দিতে হচ্ছে পোলার্ড-হোপদের ওয়েস্ট ইন্ডিজ

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে লড়াই করে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। শনিবার (২২ ফেব্রুয়ারি) কলম্বোয় ক্যারিবিয়ানদের দেওয়া ২৯০ রানের লক্ষ্য তাড়া করে ১ উইকেটের জয় তুলে নেয় স্বাগতিক লঙ্কানরা। 

 

এমন একটি হারের পর অস্বস্তিতে থাকায় স্বাভাবিক অধিনায়ক কাইরন পোলার্ড ও সেঞ্চুরিয়ান শাই হোপের। তার সঙ্গে উইন্ডিজকে পেতে হচ্ছে আরেকটি শাস্তি।

স্লো-ওভার রেটের কারণে আইসিসি’র আচরণবিধির আর্টিকেল ২.২২ ভঙ্গ করায় ম্যাচ ফি’র ৪০ শতাংশ জরিমানা দিতে হচ্ছে তাদের।  

ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ উইন্ডিজের বিরুদ্ধে এ অভিযোগ আনেন। লক্ষ্য তাড়া করতে নামা লঙ্কানদের ব্যাটিংয়ের সময় দুই ওভার বল করতে বেশি সময় নিয়েছে উইন্ডিজ।  

শাস্তি অবশ্য মেনে নিয়েছেন পোলার্ড। যার কারণে আর আনুষ্ঠানিক শুনানিতে যাচ্ছে না আইসিসি।  

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।