ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আমিনুলের ঘূর্ণিতে ৭ উইকেট হারিয়ে ধুঁকছে জিম্বাবুয়ে 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, মার্চ ৯, ২০২০
আমিনুলের ঘূর্ণিতে ৭ উইকেট হারিয়ে ধুঁকছে জিম্বাবুয়ে  ছবি: শোয়েব মিথুন

বাংলাদেশের দেওয়া ২০১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতে ব্রেন্ডন টেইলরকে (১) হারায় জিম্বাবুয়ে। শফিউল ইসলামের বলে সৌম্য সরকারকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এ ওপেনার। এরপর বেশিক্ষণ স্থায়ী হয়নি ক্রেইগ আরভিনের ইনিংসও। মোস্তাফিজের এলবিডব্লিউর ফাঁদে পড়ে ব্যক্তিগত ৮ রানে সাজঘরে ফেরেন তিনি। 

এরপর টিনাশে কামুনহুকামউই (২৮) কিছুটা প্রতিরোধ গড়লেও আমিনুল ইসলামের বলে দ্রুত ফিরে যান ওয়েসলি মাধেভেরে (৪)। আমিনুল নিজের দ্বিতীয় শিকার বানান অধিনায়ক শন উইলিয়ামসকে (২০)।

চাপের মুখে দ্রুত ফিরে যান সিকান্দার রাজাও (১০)।  এরপর টিনোটেন্ডা মুতোমবোজি (২) নিজের তৃতীয় শিকার বানান আমিনুল।  

এ প্রতিবেদন লেখা পযর্ন্ত ১৩.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০১ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে।  

এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে লিটন দাশ ও সৌম্যর ঝড়ো ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিযে ২০০ রান করে বাংলাদেশ।  

ম্যাচটি শুরু হয় সোমবার (০৯ মার্চ) সন্ধ্যা ৬টায়, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।