ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দেশের সবচেয়ে বড় স্টেডিয়াম বানাচ্ছে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, মে ১৮, ২০২০
দেশের সবচেয়ে বড় স্টেডিয়াম বানাচ্ছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা ক্রিকেট। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) সহায়তায় দেশের সবচেয়ে বড় স্টেডিয়াম নির্মাণের লক্ষ্য নির্ধারণ করেছে শ্রীলঙ্কা সরকার। হোমাগামায় হতে যাওয়া সেই স্টেডিমামের আসন সংখ্যা হবে ৪০ হাজার। রোববার (১৭ মে) এমনটাই জানিয়েছে দেশটির সরকার। 

নতুন স্থাপিত হতে যাওয়া স্টেডিয়ামটি আসন সংখ্যায় ছাড়িয়ে যাবে গল, ডাম্বুলা, কলম্বো ও হাম্বানটোটাকেও। শ্রীলঙ্কার সবচেয়ে বেশি আসনের স্টেডিয়াম হচ্ছে গল।

যার আসন সংখ্যা ৩৫ হাজার। তবে হোমাগামার স্টেডিয়াম শুরুতে ৪০ হাজার আসন নিয়ে শুরু হলেও পরবর্তীতে ২০ হাজার বাড়িয়ে ৬০ হাজারে উন্নীত করা হবে।  

২৬ একর জমিতে হতে যাওয়া স্টেডিয়ামটিতে ফ্লাডলাইটের আলোয় দিবা-রাত্রির ম্যাচ চালানোর সুবিধা থাকবে। এটি নির্মাণে সময় লাগবে প্রায় তিন বছর। নতুন স্টেডিয়ামটি হবে দেশটির রাজধানী বা কলম্বো জেলার দ্বিতীয় স্টেডিয়াম।  

স্টেডিয়ামটি যেখানে নির্মিত হবে ইতোমধ্যে সে জায়গা দেখে এসেছেন শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট শাম্মী সিলভা এবং মন্ত্রী পরিষদের সহ-মুখপাত্র ও মন্ত্রী বান্দুলা গুনাবর্ধনে। নতুন স্টেডিয়াম নির্মাণের খরচ সম্পর্কে প্রেসিডেন্ট সিলভা বলেন, ‘আমাদের মনে হয়, এটা নির্মাণে ৩০ থেকে ৪০ মার্কিন ডলার খরচ হবে। ’ 

অবশ্য দেশের বৃহৎ স্টেডিয়াম নির্মাণের ঘোষণায় খুশি নন মাহেলা জয়াবর্ধনে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সাবেক লঙ্কান অধিনায়ক লিখেছেন, ‘আমাদের যা স্টেডিয়াম আছে তাতে আমরা পর্যাপ্ত আন্তর্জাতিক ম্যাচ, ঘরোয়া বা প্রথম শ্রেণির ক্রিকেটই খেলি না...আমাদের কি নতুন আরেকটি স্টেডিয়ামের দরকার আছে?’

ক্যান্ডি, কলম্বো, গল, ডাম্বুলা, হাম্বানটোটা, পাল্লেকেল্লে এবং মোরাতুয়া মিলিয়ে এখন পযর্ন্ত শ্রীলঙ্কার মোট আটটি আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু আছে।  

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, মে ১৮, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।