ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ঈদের শুভেচ্ছা জানালেন সাকিব, মুশফিক, রুবেল, লিটন, সাইফ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, মে ২৫, ২০২০
ঈদের শুভেচ্ছা জানালেন সাকিব, মুশফিক, রুবেল, লিটন, সাইফ মুশফিক, রুবেল ও সাইফউদ্দীনের ঈদ উদযাপন

করোনা ভাইরাসের কারণে এবার পবিত্র ঈদুল ফিতর উদযাপনে নেই আনন্দের আমেজ। তবে ঘরে থেকেই নামাজ আদায় এবং ঈদ পালন করছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। করোনা শুরুর পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনামূলক কাজে সরব টাইগাররা। এবার সেখানেই সবাইকে নিরাপদে থেকে ঈদ পালন করার আহ্বান ও ঈদের শুভেচ্ছা জানালেন তারা। 

অলরাউন্ডার সাকিব আল হাসান তার অফিসিয়াল ফেসবুকে পেজে ঈদ শুভেচ্ছার এক ছবি পোস্ট করে লিখেছেন, ‘করোনা ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পেতে এবারের ঈদটা উদযাপন করি বাড়িতে বসে, যাতে করে পরবর্তী ঈদটা সকলে মিলে উদযাপন করতে পারি দারুণ আনন্দে। ’ 

ঈদের নতুন পাঞ্জাবি পরা ছবি পোস্ট করে বাংলাদেশ দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম লেখেন, ‘সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা।

আমরা অনেক সময় বন্ধুদের সাথে বেশি সময় ব্যয় করি এবং পরিবারকে ভুলে যাই। যেহেতু আমরা সবাই বাড়িতে আছি, পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। বাড়িতে থাকুন, সুরক্ষিত থাকুন এবং পরিবারের সাথে ভাল সময় কাটান এই কামনা করছি। ঈদ মোবারক। ’

শুভেচ্ছা জানিয়েছেন আরেক টাইগার উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন কুমার দাশ। ঈদ শুভেচ্ছার ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সবার প্রাণে। এই কঠিন সময়ে সবাই নিরাপদে থাকুন, ভাল থাকুন। নিজে সচেতন হোন, অন্যকে সচেতন হতে বলুন। ’ 

করোনার সময় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ঈদও কাটাচ্ছেন ভাইদের সঙ্গে। একই রঙের পাঞ্জাবি ‍পরে বড় ও ছোট ভাইয়ের সঙ্গে ছবি পোস্ট করে বাংলাদেশ দলের অলরাউন্ডার লিখেছেন, ‘সবাইকে ঈদের শুভেচ্ছা। আমার সকল প্রিয় সমর্থক ও বন্ধুবান্ধবরা নিরাপদে থেকে আনন্দ উৎসব করুক সেই কামনা করছি। আমার বড় ভাই বাম দিকে (ছবিতে) এবং আমার কনিষ্ঠজন ডান দিকে। সর্বশক্তিমান আল্লাহ তায়ালা তাদের আশীর্বাদ করছেন। আলহামদুলিল্লাহ। ’ 

বাংলাদেশ দলের পেসার রুবেল হোসেনও সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। পরিবার-সন্তানের সঙ্গে তিনটি ছবি পোস্ট করে ৩০ বছর বয়সী তারকা তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘বিশ্বজুড়ে এক অস্থির সময় চলছে ,একরত্তি ভাইরাসের সাথে সৃষ্টির সেরা মানবের লড়াই ! এই যুদ্ধে জয়ী হতে হলে আমাদের ঘরে থেকেই যুদ্ধ চালিয়ে যেতে হবে। নিজেকে ভাল রাখতে হবে , পরিবারকে ভালো রাখতে হবে এবং আমাদের দেশকে ভালো রাখতে হবে। এই বছর ঈদ উৎসবটি এসেছে ভিন্নরূপে করোনার করুন সুরে। তাই এবারের ঈদ আমাদের পালন করতে হবে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি জেনে এবং সঠিকভাবে তা মেনে। তাই আসুন আমরা পরিবারের সাথে আমাদের প্রিয় উৎসব ঈদ উদযাপন করি। সবাইকে ঈদ মোবারক।

বাংলাদেশ সময়: ১০০১, মে ২৫, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।