ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কা সফরের প্রাথমিক দলে মাহমুদউল্লাহ-মোস্তাফিজ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২০
শ্রীলঙ্কা সফরের প্রাথমিক দলে মাহমুদউল্লাহ-মোস্তাফিজ অনুশীলনে মাহমুদউল্লাহ ও মোস্তাফিজ/ছবি: শোয়েব মিথুন

শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে ঘোষিত ২৭ সদস্যের প্রাথমিক দলে ডাক পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মোস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর প্রধান নির্বাচক মিজহাজুল আবেদিন নান্নু সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রাথমিক দলে মাহমুদউল্লাহ’র অন্তর্ভুক্তি কিছুটা চমক হয়েই এসেছে। কারণ এর আগে জাতীয় দলের অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে সাদা বলের ক্রিকেটে মনোযোগী হতে বলেছিল টিম ম্যানেজমেন্ট। এমনকি টেস্ট ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতেও জায়গা হয়নি তার।  

এদিকে প্রাথমিক দলে ডাক পাওয়া মোস্তাফিজও টেস্টে অনিয়মিত সদস্য। লাল বলের কেন্দ্রীয় চুক্তিতে নাম নেই এই বাঁহাতি পেসারেরও। ২৭ সদস্যের দলে ৯ পেসারের মধ্যে তিনি একজন। দলে আছে ৪ স্পিনারও। তবে সফরের আগে এই স্কোয়াডের আকার কমে ২০ জনে দাঁড়াবে। আপাতত খেলোয়াড়দের ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করছে বিসিবি।  

প্রাথমিক দলের আকার এত বড় হওয়ার কারণ হিসেবে প্রধান নির্বাচক বলেন, ‘সবাইকে প্রাথমিক দলে রাখার কারণ কয়েকজনকে স্ট্যান্ড-বাই রাখা হচ্ছে। বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে, স্ট্যান্ড-বাই খুব গুরুত্বপূর্ণ। তাই ৭ জনকে রাখা হয়েছে। দলে ৯ জন পেসারকে রাখা হয়েছে, তবে এর মানে নয় যে, আমরা সবাইকে রাখব। কারণ ২০ সদস্যের দলে ৬ জন আমাদের সঙ্গে সফরে যাবে। শ্রীলঙ্কায় যাওয়ার পর টেস্ট স্কোয়াডের আকার দাঁড়াবে ১৭ জনে। বাকি ৩ জনকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হবে। ’

গত জুলাই-আগস্টে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল টাইগারদের। কিন্তু করোনা মহামারির কারণে পিছিয়ে যায়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ দল। সেখানে পৌঁছে শুরুতে স্বাগতিকদের হাই পারফরম্যান্স (এইচপি) দলের সঙ্গে ২টি তিনদিনের ম্যাচ খেলবে মূল দলের সঙ্গে যাওয়া বাংলাদেশ এইচপি দল। ১৮ অক্টোবর থেকে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে একটি তিনদিনের ম্যাচ খেলার কথা টাইগারদের। এরপর টেস্ট সিরিজ শুরু হওয়ার কথা ২৪ অক্টোবর থেকে।

বাংলাদেশের প্রাথমিক দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, সাইফ হাসান, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, নাজমুল হাসান শান্ত, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, ইয়াসির আলী, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সানজামুল ইসলাম, নাঈম হাসান, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, শফিউল হোসেন, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, সাইফুদ্দিন, এবাদত হোসেন, আবু জায়েদ, হাসান মাহমুদ।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।