ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

৭ বছর পর নিষেধাজ্ঞা থেকে মুক্ত শ্রীশান্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২০
৭ বছর পর নিষেধাজ্ঞা থেকে মুক্ত শ্রীশান্ত শ্রীশান্ত/ছবি: সংগৃহীত

গত কয়েক মাস ধরেই এই দিনটির অপেক্ষায় বসে ছিলেন শ্রীশান্ত। অবশেষে ৭ বছরের নিষেধাজ্ঞা থেকে মুক্ত হলেন এই সাবেক ভারতীয় পেসার।

রোববার (১৩ সেপ্টেম্বর) শ্রীশান্তের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে। ফলে সোমবার থেকেই ক্রিকেটে ফিরতে পারবেন তিনি।

নিষেধাজ্ঞা উঠে যাওয়ার খুশিতে ‘টাইমস অব ইন্ডিয়া’কে শ্রীশান্ত বলেন, ‘আমি স্বাধীনতা ফিরে পেলাম। ফের খেলার স্বাধীনতা পেলাম। এটা অনেক বড় স্বস্তি। আমার মনে হয় না, আমার অনুভূতির ব্যাপারটা কারো পক্ষে অনুধাবন করা সম্ভব। ’

তবে করোনা মহামারির কারণে ভারতের ঘরোয়া ক্রিকেট স্থবির হয়ে পড়ায় খুব শিগরিরই ফেরা হচ্ছে না শ্রীশান্তের। ব্যাপারটা নিয়ে হতাশ তিনি, ‘বহু প্রতীক্ষার পর আমি খেলতে পারব, কিন্তু দেশে খেলার কোনো সুযোগ এখন নেই। আমি এমনকি কোচিতে একটি স্থানীয় টুর্নামেন্ট আয়োজনের কথাও ভেবেছি, যাতে আমি মাঠে নামতে পারি। কিন্তু কেরালায় করোনা ভাইরাস সংক্রমণের হার বাড়তে থাকায় সিদ্ধান্ত পাল্টেছি। ’

হতাশা থেকে কিছুদিন আগে এমনকি অবসর নেওয়ার কথাও ভাবতে শুরু করেছিলেন শ্রীশান্ত। জানালেন, ‘গত মে মাস থেকে, আমি খুব করেই ফের খেলায় ফিরতে চাচ্ছিলাম। তবে যখন থেকে শুনলাম যে এবার ঘরোয়া ক্রিকেট শুরু হওয়ার সুযোগ নেই বললেই চলে, তখন আমি জোর ধাক্কা খেয়েছিলাম। আমি এমনকি অবসর নেওয়ার কথাও ভাবতে শুরু করেছিলাম। কিন্তু পরে ভাবলাম এত প্রস্তুতির পর যদি হাল ছেড়ে দেই তাহলে সেটা নিজের প্রতি অবিচার করা হবে। ’

আবেগাক্রান্ত শ্রীশান্ত আরও বলেন, ‘আমার মা, যিনি তার এক পা হারিয়েছেন, আমাকে নিয়মিত অনুপ্রেরণা জুগিয়ে গেছেন। তিনি আমাকে হাল ছাড়তে মানা করেছিলেন এবং আমিও তাকে কথা দিয়েছিলাম হার মানব না। ’

২০১৩ মৌসুমের আইপিএলে স্পট ফিক্সিংয়ে জড়ানোর অভিযোগে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) কর্তৃক আজীবন নিষিদ্ধ হয়েছিলেন শ্রীশান্ত। অবশ্য নিষেধাজ্ঞার সময়টায় কোনো ঝামেলায় না জড়ানোয় গত বছর তার সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমিয়ে ৭ বছর করা হয়।

২০১৩ সালের আগস্টে শ্রীশান্ত ছাড়া রাজস্থান রয়্যালসে তার সতীর্থ অজিত চান্ডিলা এবং অঙ্কিত চাভানকেও নিষিদ্ধ করেছিল বিসিসিআই। তবে গত বছর এক আবেদনের প্রেক্ষিতে বিসিসিআইকে তাদের শাস্তি পুনর্বিবেচনা করার নির্দেশ দেয় ভারতের সুপ্রিম কোর্ট।

৩৭ বছর বয়সী শ্রীশান্ত ভারতের জার্সিতে ২৭টি টেস্ট এবং ৫৩টি ওয়ানডে খেলেছেন। এই দুই ফরম্যাটে তার উইকেটসংখ্যা যথাক্রমে ৮৭ ও ৭৫। এছাড়া ১০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ৭টি উইকেটও আছে তার ঝুলিতে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২০
এমএইচএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।