ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভুয়া সন্ত্রাসবাদের অভিযোগে জেলে যাচ্ছেন উসমান খাজার ভাই

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, অক্টোবর ২, ২০২০
ভুয়া সন্ত্রাসবাদের অভিযোগে জেলে যাচ্ছেন উসমান খাজার ভাই দুই ভাই আরসালান খাজা ও উসমান খাজা

ভুয়া সন্ত্রাসবাদের অভিযোগে আগামী ০৫ নভেম্বর জেলে যাচ্ছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার উসমান খাজার বড় ভাই ৪০ বছর বয়সী আরসালান খাজা। তাকে শাস্তি দিয়েছেন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক রবার্ট ওয়েবার।

 

অস্ট্রেলিয়ান এক গণমাধ্যমের বরাতে খবরটি নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে।  

২০১৭ ও ২০১৮ সালে দুই ভিন্ন ব্যক্তির সঙ্গে ভুয়া সন্ত্রাসী চক্রান্তের অপরাধ স্বীকার করেছেন আরসালান। তার বিরুদ্ধে চারটি অভিযোগ দায়ের করা হয়েছিল। যার মধ্যে দুই দুই ব্যক্তির সঙ্গে ভুয়া সন্ত্রাসী চক্রান্ত এবং দু’বার আদালতকে বিপথগামী করার অভিযোগ।  

এসব অপরাধের জন্য খাজার ভাইয়ের সর্বোচ্চ শাস্তি হতে পারে ১০ বছর। আরসালানের ব্যারিস্টার ফিলিপ বোল্টেন এসসি শুক্রবার (০২ অক্টোবর) তার মক্কেলকে নিয়ে আদালতে হাজির হন। সেখানে তিনি দোষ স্বীকারের পাশাপাশি কান্নায় ভেঙে পড়েন এবং আদালতকে জানান, তিনি দীর্ঘকালীন কারাবাস গ্রহণে রাজি।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।