ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে মাঠে গড়াবে মুজিববর্ষ টি-টোয়েন্টি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২০
করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে মাঠে গড়াবে মুজিববর্ষ টি-টোয়েন্টি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  

গেল মার্চ মাসে আয়োজন করার কথা ছিল ম্যাচ দুটি।

কিন্তু করোনা ভাইরাস মহামারির কারণে সেটি স্থগিত করা হয়। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আয়োজন করা হবে ম্যাচ দুটি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) মিরপুরে সাংবাদিকদের একথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। এসময় তিনি জানান, ম্যাচ দুটি আয়োজনের সিদ্ধান্ত একবারে বাতিল হয়ে যায়নি।

বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘আমাদের তো এখনো (মুজিববর্ষ টি-টোয়েন্টি আয়োজনের) পরিকল্পনায় রয়েছে। কিন্তু বিশ্বের সার্বিক পরিস্থিতির কারণে এখনই সম্ভব হচ্ছে না। মুজিব শতবর্ষ উদযাপনে আমাদের নিজস্ব কিছু পরিকল্পনা ছিল। পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো সম্ভব হবে। আমাদের পরিকল্পনা সেভাবেই আছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এটা আয়োজন করার চিন্তাভাবনা আছে। ’

করোনা মহামারির কারণে গত মার্চে শুধু ক্রিকেট নয়, পুরো বিশ্বের সব খেলাধুলাই বন্ধ হয়ে যায়। তবে কয়েক মাস বিরতির পর ধীরে ধীরে আবার মাঠে গড়াচ্ছে খেলাধুলা। বাংলাদেশেও করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বেশ আয়োজন করেই মাঠে গড়াবে মুজিববর্ষ টি-টোয়েন্টি।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২০
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।