ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চলে গেলেন নিউজিল্যান্ডের সবচেয়ে বয়স্ক টেস্ট ক্রিকেটার রিড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
চলে গেলেন নিউজিল্যান্ডের সবচেয়ে বয়স্ক টেস্ট ক্রিকেটার রিড

নিউজিল্যান্ডের ইতিহাসে প্রথম টেস্ট জয় তার হাত ধরে, উইজডেনের বর্ষসেরা ক্রিকেটারের তকমা পেয়েছেন। এমন একজন ক্রিকেটারকে হারালো নিউজিল্যান্ড।

৯২ বছর বয়সে চলে গেলেন কিউই সাবেক অলরাউন্ডার অধিনায়ক জন রিড। কোলোন ক্যান্সারে তার মৃত্যু হয়।

নিউজিল্যান্ডের টেস্ট ক্রিকেটার হয়ে সবচেয়ে বয়স্ক হিসেবে এতদিন বেঁচে ছিলেন রিড। তার মৃত্যুতে শোক জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

কিউইদের ক্রিকেট ইতিহাসে সেরা হিসেবেই মানা হতো রিডকে। তবে ডানহাতি এই ব্যাটসম্যানকে সবচেয়ে বেশি মনে রাখা হবে ১৯৫৬ সালের অকল্যান্ড টেস্টের জন্য, সেবার তার নেতৃত্বেই স্ট্যাটাস পাওয়ার ২৬ বছর পর প্রথম টেস্ট জয় পায় দলটি। সেই টেস্টেই প্রথম ইনিংসে ৮৪ রান করেছিলেন, নিয়েছিলেন একটি উইকেটও। এছাড়া ৫৮ টেস্টের ক্যারিয়ারে তিনি জাতীয় দলকে সাদা পোশাকে ৩৪টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন।

হার্ডহিটার মিডঅর্ডার হিসেবে পরিচিত রিড মিডিয়াম পেস বোলিংও করতেন। যেখানে ইংল্যান্ডের বিপক্ষে ১৯৪৯ সালে ম্যানচেস্টার টেস্টে তার অভিষেক হয়। পরবর্তীতে ১৯৬৫ সাল পর্যন্ত তিনি খেলে যান। তার আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি ৬টি সেঞ্চুরিসহ ৩৩.২৮ গড়ে ৩৪২৮ রান করেছেন। ১৯৬১ সালে জোহান্নেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার ১৪২ রানের ইনিংস ছিল সর্বোচ্চ।

৮৫টি উইকেট পাওয়া রিড ১৯৪৯ সালে ইংল্যান্ডে নিজের শেষ সফরেও উইকেট পেয়েছিলেন। এছাড়া ২৪৬টি প্রথম শ্রেণীর ম্যাচে ১৬ হাজারের বেশি রানের পাশাপাশি ৪৬৬টি উইকেট নেন।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।