ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডের জন্য পাকিস্তান দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২০
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডের জন্য পাকিস্তান দল ঘোষণা

জিম্বাবুয়েরে বিপক্ষে প্রথম ওয়ানডের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দু’দলের তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি হবে শুক্রবার (৩০ অক্টোবর), রাওয়ালপিন্ডিতে।

 

ম্যাচটির জন্য পাকিস্তানের অধিনায়ক হিসেবে আছেন বাবর আজম। উইকেটক্ষকের দায়িত্বে থাকবেন মোহাম্মদ রিজওয়ান। তবে সহ-অধিনায়ক শাদাব খানকে পাচ্ছে না পাকিস্তান। ২৩ অক্টোবর, লাহোরে আন্ত-স্কোয়াড প্রস্তুতিমূলক ম্যাচের সময় বাঁ-পায়ে চোট পেয়েছেন তিনি। তবে দ্বিতীয় ওয়ানডেতে থাকার সম্ভাবনা আছে তার।  

পাকিস্তানের ১৫ সদস্যের স্কোয়াড: ইমাম-উল-হক, আবিদ আলী, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), হারিস সোহেল, মোহাম্মাদ রিজওয়ান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, ইমাদ ওয়াসিম, উসমান কাদির, ওয়াহাব রিয়াজ, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, মুসা খান।  

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।