ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাত্র ১৫ বছর বয়সেই বিগ ব্যাশে ডাক পেলেন আফগান স্পিনার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২০
মাত্র ১৫ বছর বয়সেই বিগ ব্যাশে ডাক পেলেন আফগান স্পিনার নূর আহমাদ/ছবি: সংগৃহীত

বয়স মাত্র ১৫। ক্রিকেট বিশ্বে খুব একটা পরিচিতি নেই তার।

কিন্তু নূর আহমাদ নামের তরুণ এক আফগান স্পিনারকে দলে ভিড়িয়ে চমকে দিয়েছে বিগ ব্যাশের ফ্র্যাঞ্চাইজি মেলবোর্ন রেনেগেডস।

২০০৫ সালে আফগানিস্তানের কাবুলে জন্ম নেওয়া নূর নিজ দেশের জার্সিতে গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছেন। উঠতি ক্যারিয়ারে এখন পর্যন্ত তিনি একটি প্রথম শ্রেণির ম্যাচ, দুটি লিস্ট 'এ' এবং ১৫টি টি-টোয়েন্টি খেলেছেন।

গত এক বছর ধরেই নূর আহমাদিকে নজরে রেখেছে রেনেগেডস। অবশেষে আগামী আসরের জন্য চুক্তিও করেছে দলটি। পুরো মৌসুমের জন্যই এই চায়নাম্যানকে দলে নেওয়ার কথা এক বিবৃতিতে জানিয়েছে তারা।  

নূর সম্পর্কে খুব মানুষই জানে। তবে রেনেগেডসে খেলেন নূরের স্বদেশী মোহাম্মদ নবি। আইসিসির টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের শীর্ষ এই অলরাউন্ডারের মতে, নূর দারুণ এক প্রতিভা, যিনি খেলাটির ভবিষ্যৎ তারকাদের একজন।

আগামী ৩ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিগ ব্যাশের এবারের আসর।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।