ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে স্পন্সরশিপে ইতিবাচক সাড়া

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২০
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে স্পন্সরশিপে ইতিবাচক সাড়া বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

চলতি মাসে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কর্পোরেট লিগ আয়োজনের জন্য টিম স্পন্সর চেয়ে বিজ্ঞাপন দিয়েছে বিসিবি।

আর এতে ভালো সাড়াও পড়েছে।

মঙ্গলবার (০৩ নভেম্বর) মিরপুরে সাংবাদিকদের একথা জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি জানিয়েছে আশানুরূপ সাড়া পেয়েছেন তারা। সব স্পন্সর নিশ্চিত হলেই জানিয়ে দেওয়া হবে।

প্রধান নির্বাহী বলেন, 'আপনারা জানেন যে, আমরা ইতোমধ্যে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ লিগের স্পন্সর চেয়ে বিজ্ঞাপন দিয়েছি এবং আমরা আশাবাদী যে শিগগিরই বিষয়টাকে আমরা ক্লোজ করে ফেলতে পারব। ভালো সাড়া পেয়েছি আমরা। আশানুরূপই সাড়া পেয়েছি। তবে সে ব্যাপারে আমরা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। খুব দ্রুতই হয়তো আমাদের যারা ইন্টারেস্টেট স্পন্সর আছেন তাদেরকে আমরা নিশ্চিত করে দেব। আমরা চেষ্টা করব আমাদের পাঁচটা স্পন্সরই কনফার্ম করে ডিক্লেয়ারেশনটা দিতে। '

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, নভেম্বের ০২, ২০২০
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।