ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজকে জৈব সুরক্ষা বলয়ের পরিকল্পনা জানিয়েছে বিসিবি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২০
ওয়েস্ট ইন্ডিজকে জৈব সুরক্ষা বলয়ের পরিকল্পনা জানিয়েছে বিসিবি বিসিবি’র প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন/ছবি: শোয়েব মিথুন

২০২১ সালের জানুয়ারিতে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলের। সিরিজটি মাঠে গড়ালে করোনা বিরতির পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

 

তবে করোনা মহামারি পরিস্থিতির কারণে সিরিজ আয়োজনে প্রয়োজন জৈব সুরক্ষা বলয়ের। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কাছে সেই জৈব সুরক্ষা বলয়ের পরিকল্পনা পাঠিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার (১০ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে এতথ্য জানিয়েছেন বিসিবি’র প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি আরও জানান, এই পরিকল্পনা সরকারকেও জানিয়ে দিয়েছে বিসিবি।  

সুজন বলেন, 'আমরা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে একটা জৈব সুরক্ষা বলয়ের পরিকল্পনা পাঠিয়েছি, যেটা আমরা সরকারের সংশ্লিষ্ট অধিদপ্তরকেও পাঠিয়েছি। ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের জবাব আসলে আমরা হয়তো এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারব। '

তিনি আরও বলেন, 'ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ থেকে আমাদের জানানো হয়েছে যে সফরটা যতটুকু সংক্ষিপ্ত সময়ের মধ্যে করা যায় এবং যে বিষয়গুলো আমাদের মুল টার্গেট অর্থাৎ এফটিপিতে যে ম্যাচগুলো আছে সেগুলো পূরণ করে যতটুকু সম্ভব অল্প সময়ের মধ্যে আয়োজন করা। সেটার ব্যাপারেও আমরা কাজ করছি। তবে এ ব্যাপারগুলোতে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। '

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২০
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।