ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ইউনিসের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালো পিসিবি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
ইউনিসের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালো পিসিবি ইউনিস খান/ছবি: সংগৃহীত

পাকিস্তানের ব্যাটিং কোচ হিসেবে ইউনিস খানের পারফরম্যান্সে সন্তুষ্ট দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। ফলে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো হলো।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইউনিসের সঙ্গে চুক্তি বাড়ানোর পাশাপাশি সাবেক টেস্ট স্পিনার আরশাদ খানকে নারী ক্রিকেট দলের বোলিং কোচ হিসেবে এক বছরের মেয়াদে নিয়োগ দিয়েছে পিসিবি।  

চলতি বছরের শুরুর দিকে ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ পান ইউনিস। এখন মেয়াদ বাড়ানোয় আসন্ন নিউজিল্যান্ড সফর থেকেই দায়িত্ব পালন শুরু করতে পারবেন পাকিস্তানের টেস্ট ক্রিকেটের এই কিংবদন্তীতুল্য ব্যাটসম্যান।  

ইউনিসের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে পিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, ইংল্যান্ড সফরে ইউনিসের ব্যাপারে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়ার পর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তাকে রেখে দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

পাকিস্তান দলের সঙ্গে কাজ করার পাশাপাশি করাচিতে অবস্থিত হানিফ মোহাম্মদ হাই পারফরম্যান্সে পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফের সঙ্গে যোগ দেবেন। সেখানে দুই সাবেক সতীর্থ তরুণ ও উদীয়মান ক্রিকেটারদের নিয়ে কাজ করবেন।

পাকিস্তানের জার্সিতে ১১৮টি টেস্ট খেলে ১০ হাজার ৯৯ রান করেছিলেন ইউনিস খান। এর মধ্যে ক্যারিয়ার সেরা ত্রিশতকও (৩১৩) আছে একটি। একসময় আইসিসির টেস্ট র‍্যাংকিংয়ে শীর্ষেও উঠেছিলেন তিনি। অধিনায়ক হিসেবে পাকিস্তানকে ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার স্বাদও পাইয়ে দিয়েছিলেন তিনি। যা এখন পর্যন্ত পাকিস্তানের একমাত্র টি-টোয়েন্টি বিশ্বকাপ।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।