ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বিসিসিআই প্রেসিডেন্ট পদে থাকছেন সৌরভ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বিসিসিআই প্রেসিডেন্ট পদে থাকছেন সৌরভ সৌরভ গাঙ্গুলী/ছবি: সংগৃহীত

সৌরভ গাঙ্গুলী- জয় শাহ জুটির মেয়াদ শেষ হয়ে গেছে আগেই। কিন্তু এখনই তাদের হাতছাড়া করতে চায় না ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

ফলে তাদের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ ও সচিব জয় শাহ জুটির হাত ধরে সম্প্রতি বেশকিছু সাফল্য পেয়েছে ভারতীয় ক্রিকেট। বিশেষ করে করোনাকালেও সংযুক্ত আরব আমিরাতে সফল আইপিএল আয়োজন এবং স্পন্সর হিসেবে ভিভোকে বিদায় করে ড্রিম ইলেভেনকে আনার মতো বিষয়গুলো সাফল্যের সঙ্গে সম্পন্ন করেছেন তারা।  

ভারতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফরটাও বেশ ভালোভাবেই সামাল দিয়েছেন সৌরভ-জয়। এজন্যই তাদের মেয়াদ বাড়িয়েছে বিসিসিআই। বুধবার ভারতীয় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তারা ফেব্রুয়ারির ১৬ তারিখ পর্যন্ত তাদের পদে বহাল থাকবেন। এরপর তাদের মেয়াদ বৃদ্ধির ব্যাপারে শুনানি হবে।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।