ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

সৌরভের অবস্থা স্থিতিশীল, বৃহস্পতিবার হতে পারে এনজিওগ্রাম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
সৌরভের অবস্থা স্থিতিশীল, বৃহস্পতিবার হতে পারে এনজিওগ্রাম সৌরভ গাঙ্গুলী

কলকাতা: হঠাৎ বুকে ব্যথা নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে বুধবার (২৭ জানুয়ারি) ভর্তি হয়েছেন ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমান ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলী। হাসপাতাল সূত্রে জানা গেছে কিছু রুটিন মাফিক পরীক্ষা চলছে।

আগামীকাল এনজিওগ্রাম করা হতে পারে।

গাঙ্গুলী হাসপাতালে ভর্তি শুনেই তাকে দেখতে আসেন পশ্চিমবঙ্গের বিধানসভা সদস্য বৈশালী ডালমিয়া। তিনি হাসপাতাল থেকে বের হয়ে জানান, আপাতত সুস্থ আছেন সৌরভ গাঙ্গুলী। সাবেক ভারত অধিনায়কের অসুস্থতার খবর পেয়ে ফোন করেছেন বিজেপি নেতা জেপি নাড্ডা।

সৌরভ গাঙ্গুলীর একটি ধমনিতে মাত্র দুই সপ্তাহ আগেই একটি স্টেন্ট বসেছে। বাকি দুটি ধমনিতে স্টেন্ট বসাতে হবে কিনা সেই নিয়ে চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন।

অ্যাপোলো হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে সৌরভ গাঙ্গুলীকে দেখতে আসছেন হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। গতবার অসুস্থ হওয়ার পর হাসপাতালে সৌরভকে দেখে গিয়েছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
ভিএস/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।