ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

কর্নওয়ালের ঘূর্ণিতে লণ্ডভণ্ড বিসিবি একাদশ 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
কর্নওয়ালের ঘূর্ণিতে লণ্ডভণ্ড বিসিবি একাদশ  ছবি: সংগৃহীত

আগের দিন রিশাদ হোসেনের স্পিনে কাবু ওয়েস্ট ইন্ডিজ অল্পতেই গুটিয়ে গিয়েছিল। কিন্তু দ্বিতীয় দিন ১৪০ কেজি ওজনের রাকিন কর্নওয়ালের ঘূর্ণিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল বিসিবি একাদশের ব্যাটিং লাইনআপ।

শনিবার (৩০ জানুয়ারি) চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে প্রস্তুতিমূলক ম্যাচের দ্বিতীয় দিনের অর্ধেক বেলা পার হতেই ১৬০ রানে গুটিয়ে গেছে বিসিবি একাদশ। অথচ লাঞ্চের আগে ৪ উইকেটে বিসিবি একাদশের সংগ্রহ ছিল ১১৫ রান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার আগে উইন্ডিজ একাদশ ৯৭ রানে এগিয়ে আছে।  

আগেরদিন ভালো শুরুর সম্ভাবনা জাগানো সাইফ হাসান এদিন শুরুতেই ক্যারিবীয় পেসার কেমার রোচের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন। এরপর অবশ্য সাদমান ইসলামের সঙ্গে ৭৪ রানের জুটি গড়ে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন মোহাম্মদ নাঈম। কিন্তু ওয়ানডে স্টাইলে ৪৮ বলে ৪৫ রানের ইনিংস খেলে কর্নওয়ালের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি।

নাঈমের পর টেস্ট সিরিজে ডাক পাওয়ার অপেক্ষায় থাকা সাদমানও বেশিক্ষণ টিকতে পারেননি। আলঝারি জোসেপের বলে ক্যাচ তুলে দেওয়ার আগে করেন ২২ রান। এর পরের ওভারে ১ কর্নওয়ালের দ্বিতীয় শিকারে পরিণত হয়ে ফেরেন ইয়াসির আলী (১)। ৪ উইকেটে ১১৫ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যাওয়া বিসিবি একাদশ এরপর মাত্র ৪৫ রান যোগ করতেই হারায় বাকি ৬ উইকেট। অধিনায়ক নুরুল হাসানের ব্যাট থেকে আসে ৩০ রান।

বল হাতে ৪৭ রান খরচে ৫ উইকেট নিয়েছেন কর্নওয়াল। জোম্যান ওয়ারিক্যানের ঝুলিতে গেছে ৩ উইকেট।

আগের দিন উইন্ডিজকে ২৫৭ রানে অলআউট করেছিল বিসিবি একাদশ। বল হাতে একাই ৫ উইকেট নিয়েছিলেন অনূর্ধ্ব-১৯ দলের লেগ স্পিনার রিশাদ হোসেন। ৩ উইকেট নিয়ে অবস্থান জানান দিয়েছিলেন পেসার খালেদ আহমেদ। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ২৪ রান নিয়ে দিন শেষ করেছিল বিসিবি একাদশ।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।