ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

কপিল-জহিরদের অভিজাত ক্লাবে ইশান্ত শর্মা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২১
কপিল-জহিরদের অভিজাত ক্লাবে ইশান্ত শর্মা সতীর্থদের সঙ্গে ইশান্ত শর্মা

ভারতের হয়ে ষষ্ঠ এবং পেসারদের মধ্যে তৃতীয় বোলার হিসেবে টেস্টে ৩০০তম উইকেটের মাইলফলকে পা রেখেছেন ইশান্ত শর্মা। চলমান চেন্নাই টেস্টের চতুর্থদিনে ইংলিশ ব্যাটসম্যান ড্যান লরেন্সকে (১৮) এলবিডব্লিউ’র ফাঁদে ফেলে এই অভিজাত তালিকায় নাম লেখান ৩২ বছর বয়সী পেসার।

 

টেস্টে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট নিয়েছেন কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে (৬১৯)। তার পরে আছেন সাবেক অলরাউন্ডার কপিল দেব (৪৩৪)। ৪১৭ উইকেট নিয়ে তিনে হরভজন সিং। চারে রবিনচন্দ্রন অশ্বিন (৩৮২)। ইশান্তের চেয়ে ১১ উইকেট বেশি নিয়ে পাঁচে আছেন জহির খান।  

কপিল দেব ও জহির খানের পরে তৃতীয় পেসার হিসেবে টেস্টে ৩০০ উইকেট পেলেন ইশান্ত।  

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২১
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।