ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

করোনায় আয়ারল্যান্ডের জিম্বাবুয়ে সফর ফের স্থগিত

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২১
করোনায় আয়ারল্যান্ডের জিম্বাবুয়ে সফর ফের স্থগিত

আয়ারল্যান্ডের সীমিত ওভারের জিম্বাবুয়ে সফর ফের স্থগিত করা হয়েছে। আয়োজক দেশের চলমান করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনা করে জিম্বাবুয়ে ক্রিকেট ও ক্রিকেট আয়ারল্যান্ড মিলে এই সিদ্ধান্ত নেয়।

সূচি অনুযায়ী আগামী এপ্রিলে দ্বিপাক্ষিক এই সিরিজটি হওয়ার কথা ছিল।

তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে আগামী ২৮ মার্চ হারারের উদ্দেশ্যে আইরিশ দলের উড়াল দেওয়ার কথা ছিল। যেখানে ওয়ানডে সিরিজটি আইসিসি বিশ্বকাপের সুপার লিগের অংশ।

এর আগে গত বছরের মার্চে ঠিক একই কারণে আয়ারল্যান্ডের জিম্বাবুয়ে সফর স্থগিত করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।