ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

রোহিতের অনবদ্য সেঞ্চুরিতে সুবিধাজনক অবস্থানে ভারত

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
রোহিতের অনবদ্য সেঞ্চুরিতে সুবিধাজনক অবস্থানে ভারত রোহিত ও রাহানে

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে রানের দেখা পাননি। তবে দ্বিতীয় টেস্টেই বিশাল এক সেঞ্চুরি হাঁকিয়ে ভারতকে সুবিধাজনক অবস্থানে নিয়ে গেছেন রোহিত শর্মা।

 

৩৩ বছর বয়সী ডানহাতি ওপেনারের ১৬১ রানের সুবাদে প্রথম ইনিংসে ৬ উইকেটে ৩০০ রান করে প্রথমদিন শেষ করেছে স্বাগতিকরা।  

শনিবার (১৩ ফেব্রুয়ারি) চেন্নাইয়ে টসে জিতে ১৫ হাজার দর্শকের সামনে দিন শুরু করে ধাক্কা খায় ভারত। স্কোরবোর্ডে ১ রান যোগ হতেই চোট পাওয়া জোফরা আর্চারের পরিবর্তে সুযোগ পাওয়া ওলি স্টোনের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে শূন্য হাতে সাজঘরে ফেরেন ওপেনার শুভমান গিল। তবে বিপর্যয়টা সামাল দেন রোহিত ও চেতশ্বর পূজারা।  

দু’জনের ৮৪ রানের জুটি ভাঙেন জ্যাক লিচ। ব্যক্তিগত ২১ রানে বিদায় নেন পূজারা। এরপর স্কোরবোর্ডে আর মাত্র ১ রান উঠতেই মঈন আলীর বলে বোল্ড বিরাট কোহলি (০)। অধিনায়ক ফেরার পর বড় জুটি গড়েন রোহিত ও আজিঙ্কা রাহানে। ইংলিশ বোলারদের ধৈর্যের পরীক্ষা নিয়ে সেঞ্চুরি তুলে নেন রোহিত।  

লিচের দ্বিতীয় শিকার হিসেবে সাজঘরে ফেরার আগে ২৩১ বলে ১৮ চার ও ২ ছয়ে ১৬১ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। রোহিত-রাহানে ৩১০ বলে ভারতকে এনে দেন ১৬২ রান।  

এরপর রাহানেকে সঙ্গ দেন উইকেটরক্ষক ঋষভ পন্ত। দলীয় ২৮৪ রানে ভাঙে তাদের এই জুটি। মঈনের দ্বিতীয় শিকার হিসেবে ১৪৯ বলে ৬৭ রানে বিদায় নেন রাহানে। শেষবেলায় ব্যাটিংয়ে নেমে বেশিক্ষণ টিকেননি রবিনচন্দ্রন অশ্বিন (১৩)। দিনের বাকি সময়টা অ্যাক্সার প্যাটেলকে (৫) নিয়ে কাটিয়ে দেন পন্ত (৩৩)। আগামীকাল দ্বিতীয়দিন শুরু করবেন এই দু’জন।  

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।