ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

মিচেল স্টার্কের বাবা মারা গেছেন

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
মিচেল স্টার্কের বাবা মারা গেছেন

না ফেরার দেশে পাড়ি দিলেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্কের বাবা পল। ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে হেরে মঙ্গলবার মারা যান তিনি।

বাবার মৃত্যুতে পরিবারকে সময় দিতে শেফিল্ড শিল্ডে ভিক্টোরিয়ার বিপক্ষে খেলবেন না নিউ সাউথ ওয়েলসের বাঁহাতি গতি তারকা স্টার্ক। স্টার্কের পাশাপাশি খেলা থেকে দূরে থাকছেন তার স্ত্রী এলিসি হিলিও।

এদিকে স্টার্কের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করে সতীর্থ নাথান লায়ন বলেন, ‘এটা খুবই কষ্টের সংবাদ। আমাদের সকল প্রার্থনা মিচ (স্টার্ক) ও তার পরিবারের জন্য রয়েছে। এটি একটি অপূরণীয় ক্ষতি। ’

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।