ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ডের পর কোহলিদেরও ভরাডুবি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
ইংল্যান্ডের পর কোহলিদেরও ভরাডুবি দিনের শুরুতে রোহিতকে ফেরান লিচ

সিরিজের তৃতীয় টেস্ট শুরু করে প্রথম ইনিংসে মাত্র ১১২ রানে গুটিয়ে গিয়েছিল ইংল্যান্ড। ব্যাটিংয়ে ভরাডুবি হলেও বোলিংয়ে ঠিকই নিজেদের ঝলক দেখালো সফরকারী দল।

 

ভারতকে বেশিদূর এগোতে দেয়নি ইংলিশরা।  জো রুট-জ্যাক লিচদের ঘূর্ণির সামনে ৫৩.২ ওভারে প্রথম ইনিংসে ১৪৫ রানে গুটিয়ে গেছে বিরাট কোহলিরা। ৩ উইকেটে ৯৯ রান নিয়ে দ্বিতীয়দিন শুরু করেছিল ভারত। স্বাগতিকরা এগিয়ে আছে ৩৩ রানে।  

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) আহমেদবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দ্বিতীয়দিন শুরু করে স্কোরবোর্ডে ৪৭ রান জমা করতেই শেষ ৭ উইকেট হারায় টিম ইন্ডিয়া। তার মধ্যে রুট ৬.২ ওভারে ৮ রান খরচে প্রথমবারের মতো টেস্টে নিয়েছেন ৫ উইকেট। ইংলিশ অধিনায়কদের মধ্যে বব উইলিসের (১৯৮৩ সালে) পর এবারই প্রথম এই কীর্তি গড়লেন রুট। এছাড়া লিচ নিয়েছেন ৪ উইকেট।

৪ টেস্ট সিরিজে দু’দল সমতায় আছে ১-১ ব্যবধানে।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।