ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

পিএসএলে করোনার হানা, পেছানো হলো ম্যাচ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, মার্চ ২, ২০২১
পিএসএলে করোনার হানা, পেছানো হলো ম্যাচ ফাওয়াদ আহমেদ

করোনা হানা দিয়েছে পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। কোয়েট্টা গ্লাডিয়েটর্স বনাম ইসলামাবাদ ইউনাইটেডের ম্যাচটির নির্ধারিত সূচি পরিবর্তন করে একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।

 

ম্যাচটি হওয়ার কথা সোমবার (০১ মার্চ)। তবে কোয়াট্টার বোলার ফাওয়াদ আহমেদের কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসার পর ম্যাচ পরিত্যক্তের সিদ্ধান্ত নেয় পিএলএলের ইভেন্ট টেকনিক্যাল কমিটি।  

ফ্র্যাঞ্জাইজি লিগটি এক বিবৃতিতে জানায়, দু’দিন আগে থেকে ফাওয়াদের মধ্যে করোনার উপসর্গ দেখা দেয়। এরপর দ্রুত তাকে শনিবার সন্ধ্যা থেকে আইসোলেশনে পাঠানো হয়।

ফাওয়াদের রিপোর্ট পজিটিভ এলেও কোয়েট্টা ও ইসলামাবাদের বাকি খেলোয়াড়দের সবার নেগেটিভ রিপোর্ট এসেছে।  

সব কিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবার (০২ মার্চ) বাংলাদেশ সময় রাত ০৮টায় শুরু হবে ম্যাচটি।  

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, মার্চ ০২, ২০২১
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।