ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

এক ওভারে ৬ ছক্কা হাঁকালেন থিসারা পেরেরা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
এক ওভারে ৬ ছক্কা হাঁকালেন থিসারা পেরেরা থিসারা পেরেরা

প্রথম শ্রীলঙ্কান হিসেবে এক ওভারে ছয় ছক্কা মারার কীর্তি গড়েছেন বাঁহাতি ব্যাটসম্যান থিসারা পেরেরা। নিজ দেশের ঘরোয়া আসরের একটি লিগ-এ ম্যাচে এমন ভয়ঙ্কর তাণ্ডব চালিয়েছেন ৩১ বছর বয়সী তারকা।

 

রোববার (২৮ মার্চ) প্যানাগোদার আর্মি গ্রাউন্ডে মেজর ক্লাবের সীমিত ওভারের লিস্ট-এ ম্যাচে শ্রীলঙ্কা আর্মির হয়ে ব্লুমফিল্ড ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে এই কীর্তি গড়েন পেরেরা।  

ইনিংসের ২০ বল বাকি থাকতে ব্যাটিংয়ে নামেন তিনি। এরপর প্রতিপক্ষ বোলারদের ওপর এক তাণ্ডবই চালান পেরেরা। ১৩ বলে ৮ ছক্কায়  ৪০০ স্ট্রাইক রেটে করেন ৫২ রান। যা কিনা স্বীকৃত কোনো ক্রিকেটে লঙ্কানদের হয়ে দ্বিতীয় দ্রুততম ফিফটি। এখনও রেকর্ডটি অক্ষত আছে ১২ বলে অর্ধশতক হাঁকানো কৌশল্য ভীরারাত্নের।  

কয়দিন আগে শ্রীলঙ্কার বিপক্ষে ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড। পেরেরা-পোলার্ড ছাড়াও স্বীকৃত ক্রিকেটে ছয় বলে ছয় ছক্কা মেরেছেন এমন অভিজাতদের তালিকায় আছেন গ্যারি সোবার্স, রবি শাস্ত্রী, হার্শেল গিবস, যুবরাজ সিং, রস হুইটলি, হজরতউল্লাহ জাজাই, লিও কার্টার।  

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।