ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

আবারও হাসলো নাসিরের ব্যাট, সহজ জয় রংপুরের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, এপ্রিল ১, ২০২১
আবারও হাসলো নাসিরের ব্যাট, সহজ জয় রংপুরের

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) নাসির হোসেনের ব্যাটে যেন রানের ফোয়ারা ছুটছে। প্রথম রাউন্ডে তার ব্যাটে সেঞ্চুরির দেখা মেলার পর দ্বিতীয় রাউন্ডেও হাসলো তার ব্যাট।

আর মুকিদুল ইসলামের দুর্দান্ত বোলিং তো আছেই। সবমিলিয়ে খুলনা বিভাগকে সহজেই হারালো রংপুর বিভাগ।

বৃহস্পতিবার (০১ এপ্রিল) প্রথম পর্যায়ের দ্বিতীয় রাউন্ডের খেলায় ৭ উইকেটে জিতেছে রংপুর বিভাগ।  

তৃতীয় দিনে রংপুরের সামনে মাত্র ১১৭ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল খুলনা। জবাবে দিনশেষে বিনা উইকেটে ১৬ রান তুলেছিল রংপুর। ফলে জিততে হলে শেষ দিনে ১০১ রান করতে হতো রংপুর বিভাগকে।  

চতুর্থ দিনের শুরুতেই ওপেনার নবীন ইসলামের (১) উইকেট হারায় রংপুর। এরপর আরেক ওপেনার জাহিদ জাবেদ (৩৭) দলকে ৫০ রানে রেখে বিদায় নেন। চারে নামা তানবীর হায়দারও (১০) টিকতে পারেননি। অন্যপ্রান্তে সোহরাওয়ার্দী শুভ অটল থাকেন।

তবে নাসির এসেই পাল্টা আক্রমণের পথ বেছে নেন। চার-ছক্কার ফুলঝুড়ি ছুটিয়ে দ্রুত রান তুলতে থাকেন তিনি। ৫১ মিনিট ধরে ব্যাটিং করে এই অলরাউন্ডার মাত্র ৪৪ বল খেলে ৪৮ রানে অপরাজিত থাকেন। এই সময়ে তার ব্যাট থেকে আসে ৭টি চার ও ২টি ছক্কা। জয় নিশ্চিতের সময় শুভ অপরাজিত থাকেন ১৮ রানে। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে আসে ৫৮ রান। এর ৪৮ রানই নাসিরের ব্যাট থেকে আসে। রংপুরের প্রথম ইনিংসে ৬৬ রান করেছিলেন নাসির।

তবে আসল কাজটা অবশ্য করে রেখেছিলেন রংপুরের তরুণ পেসার মুকিদুল। দুই ইনিংসেই ৬টি করে উইকেট পেয়েছেন তিনি। ১৩১ রানে ১২ উইকেট নেওয়া ২০ বছর বয়সী বোলার জিতেছেন ম্যাচ সেরারর পুরস্কারও।

এর আগে আসরে নিজেদের প্রথম ম্যাচে ঢাকা বিভাগের বিপক্ষে হেরেছিল রংপুর। ফলে এটাই রংপুরের চলতি আসরে প্রথম জয়। আর আগের ম্যাচে সিলেটকে হারিয়ে দারুণ শুরু করা খুলনার এটা আসরে প্রথম হার।

সংক্ষিপ্ত স্কোর: 

খুলনা ১ম ইনিংস: ২২১

রংপুর ১ম ইনিংস: ৩৬৪

খুলনা ২য় ইনিংস: ২৫৯

রংপুর ২য় ইনিংস: (লক্ষ্য ১১৭) ১২০/৩ (জাহিদ ৩৭, সোহরাওয়ার্দী ১৮*, নাসির ৪৮*; হালিম ৩১/২, রবি ৩৩/১)

ফল: রংপুর ৭ উইকেটে জয়ী

ম্যাচ সেরা: মুকিদুল ইসলাম

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।