ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

ছুটিতে যাচ্ছেন রাসেল ডমিঙ্গো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, এপ্রিল ২, ২০২১
ছুটিতে যাচ্ছেন রাসেল ডমিঙ্গো

দুঃস্বপ্নের নিউজিল্যান্ড সফর শেষ দেশে ফিরছে বাংলাদেশ দল। তবে দলের সঙ্গে ফিরছেন না টাইগারদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

বরং তিনিসহ ফিল্ডিং কোচ রায়ান কুক যাচ্ছেন ছুটি কাটাতে।

কিউইদের মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের লজ্জায় ডোবার পর আগামী ৪ এপ্রিল দেশে ফিরছে টাইগাররা। তবে কয়েকদিন ছুটি কাটিয়ে শ্রীলঙ্কা সফরের আগে ঢাকায় ফিরবেন ডমিঙ্গো ও কুক।

দুই টেস্টের সিরিজ খেলতে আগামী ১২ এপ্রিল শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ দল। তবে নিউজিল্যান্ড সফরের মতো এই সিরিজেও সাকিব আল হাসানকে পাচ্ছে না টাইগাররা। কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওই সময়টায় আইপিএল খেলবেন তিনি। এছাড়া বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানও একই সময়ে আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেন। ফলে কাটার মাস্টারও যাচ্ছেন না শ্রীলঙ্কা সফরে।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।