ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

দিল্লি ক্যাপিটালসের অক্ষর প্যাটেল করোনা পজিটিভ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২১
দিল্লি ক্যাপিটালসের অক্ষর প্যাটেল করোনা পজিটিভ অক্ষর প্যাটেল/ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসর মাঠে গড়ানোর আগে দিল্লি ক্যাপিটালস শিবির জোর ধাক্কা খেলো। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির ভারতীয় অলরাউন্ডার অক্ষর প্যাটেল।

শনিবার এক বিবৃতিতে অক্ষর প্যাটেলের করোনা পজিটিভ হওয়ার খবর নিশ্চিত করেছে দিল্লি ক্যাপিটালস।

এর আগে গত ২৮ মার্চ মুম্বাইয়ের টিম হোটেলে প্রবেশের আগে অক্ষরের করোনা নেগেটিভ এসেছিল। এরপর দ্বিতীয় পরীক্ষায় ফলাফল পজিটিভ আসে। বর্তমানে তিনি একটি মেডিক্যাল কেয়ারে আইসোলেশনে অবস্থান করছেন। কমপক্ষে ১০ দিন তাকে সেখানেই কাটাতে হবে।

অক্ষর প্যাটেলের আগে চলতি আসরের প্রথম খেলোয়াড় হিসেবে করোনা আক্রান্ত হন কলকাতা নাইট রাইডার্সের নিতিশ রানা।  

আগামী ৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে আইপিএলের পরবর্তী আসর। এর আগে অংশগ্রহণকারী খেলোয়াড়দের হোটেলরুমেই ৭ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে। এরপর ধীরে ধীরে ইনডোরেই শুরু হবে তাদের অনুশীলন।  

আগামী ১০ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে আসরে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে দিল্লি। কাঁধের ইনজুরির কারণে এরইমধ্যে ছিটকে গেছেন দিল্লির নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তার বদলে এই মৌসুমে দিল্লির নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।