ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

কোহলির দলে করোনার হানা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২১
কোহলির দলে করোনার হানা

করোনায় আক্রান্ত হয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বাঁহাতি ব্যাটসম্যান দেবদূত পাডিক্কাল। ২২ মার্চ করোনা পজিটিভ আসে তার।

 

এরপর থেকে কোয়ারেন্টিনে আছেন পাডিক্কাল। রোববার (০৪ মার্চ) খবরটি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্জাইজিটি।

আরসিবি’র মেডিক্যাল টিম দেবদূত নিরাপদ ও সুস্থ আছেন জানিয়ে বলেন, ‘আক্রান্ত হওয়ার পর থেকে সে ব্যাঙ্গালুরুতে নিজ বাসভবনে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে আছে। নেগেটিভ রিপোর্ট আসার পর ও ফিট হলে সে আরসিবির জৈব-সুরক্ষা বলয়ে যোগ দেবে ‘

এছাড়া ফ্র্যাঞ্জাইজিটি এক বিবৃতিতে জানায়, ‘দেবদূত ভালো আছে এবং আসন্ন আইপিএলে তাকে স্কোয়াডে পাওয়ার জন্য তর সইছে না। ’ 

গত আইপিএলে আরসিবির সর্বোচ্চ রান স্কোরার ছিলেন পাডিক্কাল। ১৫ ম্যাচে করেছেন ৪৭৩ রান। আইপিএল ইতিহাসে তিনি দ্বিতীয় খেলোয়াড়, অভিষেক মৌসুমেই যার ব্যাট থেকে ৪০০ উর্ধ্ব রান এসেছে।

বিরাট কোহলির দর আরসিবি আসন্ন আইপিএল অভিযান শুরু করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। ম্যাচটি হবে ০৯ এপ্রিল।  

বাংলাদেশে সময়: ১১০৭ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২১
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।