ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

এক লাফে দুইয়ে পাকিস্তান, আটে ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২১
এক লাফে দুইয়ে পাকিস্তান, আটে ভারত

দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ জিতে বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকার আট নম্বর থেকে এক লাফে দুইয়ে উঠে এসেছে পাকিস্তান। অন্যদিকে ভারত নেমে গেছে আটে।

পিছিয়েছে বাংলাদেশও।

অন্যদিকে নিউজিল্যান্ডের মাটিতে হোয়াইটওয়াশ হওয়ার পরও বিশ্বকাপ সুপার লিগে ভারত-পাকিস্তানের উপরে ছিল বাংলাদেশ। তবে দক্ষিণ আফ্রিকায় সিরিজ জিতে টাইগারদের পেছনে ফেলে দিয়েছে পাকিস্তান।

এক লাফে ছয় ধাপ এগিয়ে ৮ নম্বর থেকে দুই নম্বরে চলে এসেছে পাকিস্তান। ফলে টাইগাররা বিশ্বকাপ সুপার লিগে এক ধাপ পিছিয়েছে। ৬ ম্যাচে ৩ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে এখন তামিম ইকবালের দল আছে ছয় নম্বরে।

৬ ম্যাচে পাকিস্তানের পয়েন্ট ৪০। ইংল্যান্ডের ৯ ম্যাচে সমান পয়েন্ট। তবে নেট রানরেটে এগিয়ে থাকায় শীর্ষে রয়েছে ইংলিশরা। ৬ ম্যাচে সমান পয়েন্ট আছে অস্ট্রেলিয়ারও। তবে নেট রানরেটে পিছিয়ে থাকায় অজিরা আছে তিন নম্বরে।

অন্যদিকে ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড আছে চারে। সমান পয়েন্ট নিয়েও রান রেটে পিছিয়ে থাকায় আফগানিস্তান পাঁচে ও ওয়েস্ট ইন্ডিজ সাতে অবস্থান করছে।  

৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ভারতের অবস্থান ৮ নম্বরে। নয়ে থাকা জিম্বাবুয়ের ৩ ম্যাচে অর্জন ১০ পয়েন্ট। ১০ পয়েন্ট নিয়ে নেট রান রেটে পিছিয়ে থাকায় দশে আছে আয়ারল্যান্ড। সবচেয়ে খারাপ অবস্থা দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার। এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে ২ ম্যাচে হারের মুখ দেখা প্রোটিয়ারা ৯ পয়েন্ট নিয়ে আছে একাদশ স্থানে। আর ৩ ম্যাচ খেলে সবগুলোতেই হেরে যাওয়া লঙ্কানরা -২ পয়েন্ট নিয়ে আছে দ্বাদশ স্থানে।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।