ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

করোনায় আক্রান্ত আকরাম খান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২১
করোনায় আক্রান্ত আকরাম খান

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।

শনিবার সংবাদমাধ্যমকে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন দেশের সাবেক এই অধিনায়ক।

আকরাম জানিয়েছেন, কিছু উপসর্গ থাকায় পরীক্ষা করান তিনি। এরপর শুক্রবার জানতে পারেন তিনি করোনা পজিটিভ।  

আপাতত নিজ বাসাতেই আইসোলেশনে আছেন আকরাম। তবে খুব বেশি শারীরিক জটিলতা নেই তার। পরিবারের বাকি সদস্যদেরও আজ শনিবার করোনা পরীক্ষা করানো হবে বলে জানিয়েছেন তিনি।

আকরাম খানের আগে করোনায় আক্রান্ত হয়েছে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের প্রধান কিউরেটর গামিনি ডি সিলভা। যে কারণে বিমানের টিকিট কেটেও নিজ দেশ শ্রীলঙ্কায় যেতে পারেননি তিনি।

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।