ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

স্টাফ করেস্পন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২১
বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়ন আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২১ এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।  

রোববার (১১ এপ্রিল) বিকেলে রাজধানীর ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ মাঠ প্রাঙ্গণে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ফাইনালে ফাইন্যান্স (পরিচালক ও অর্থ হিসাব অফিস) একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লাল-সবুজ (পরিচালক, হাসপাতাল অফিস) একাদশ।  

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।  

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখে- উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধু খেলাধুলাকে ভালোবাসতেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও খেলাধুলাকে খুবই ভালোবাসেন। বঙ্গবন্ধুর দুই ছেলে শেখ কামাল এবং শেখ জামালের নামে ক্লাব রয়েছে। ছোট ছেলে শেখ রাসেলের নামে ক্রীড়া সংগঠন রয়েছে। প্রকৃতপক্ষে, বঙ্গবন্ধুর পরিবার ক্রীড়ানুরাগী। ’ 

তিনি আরও বলেন, ‘খেলাধুলার মাধ্যমে মন ভালো থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, ইমিউনিটি বজায় থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেলে করোনাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম থাকে এবং রোগে আক্রান্ত হলেও দ্রুত আরোগ্য লাভ করার সম্ভবনা বেড়ে যায়। ’

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২১
পিএস/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।