ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

অতিরিক্ত গরমে ছিটকে গেলেন পাকিস্তানি লেগস্পিনার

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২১
অতিরিক্ত গরমে ছিটকে গেলেন পাকিস্তানি লেগস্পিনার

গত ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানি লেগস্পিনার জাহিদ মেহমুদের আন্তর্জাতিক অভিষেক হয়েছে। সেই টি-টোয়েন্টি ম্যাচে ৩ উইকেট পেয়েছিলেন জাহিদ।

দলের নিয়মিত লেগস্পিনার শাদাব খানের ইনজুরিতে সুযোগ পেয়েছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে। এছাড়া আগে থেকেই ছিলেন টেস্ট সিরিজের দলে। কিন্তু পাকিস্তানে অতিরিক্ত গরমের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে খেলা হবে না জাহিদের।

জিম্বাবুয়ে সফরের ম্যাচগুলো সামনে রেখে লাহোরে অনুশীলন করছিল দলে ডাক পাওয়া পাকিস্তানের ক্রিকেটাররা। কিন্তু লাহোরের প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অসুস্থ হয়ে পড়েছেন জাহিদ। যে কারণে সোমবার (১২ এপ্রিল) টি-টোয়েন্টি দলের সঙ্গে জিম্বাবুয়ে যাওয়া হচ্ছে না তার।

তবে পুরো সফরটি বাতিল হয়নি তার। আপাতত প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। অবস্থার উন্নতি ঘটলে আগামী ২১ এপ্রিল টেস্ট দলের সঙ্গে জিম্বাবুয়েতে যাবে ৩৩ বছর বয়সী এ লেগস্পিনার।

জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শারজিল খান, মোহাম্মদ হাফিজ, হায়দার আলী, দানিশ আজিজ, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন, উসমান কাদির, হাসান আলী, আরশাদ ইকবাল, ফাখর জামান।

জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের টেস্ট স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), ইমরান বাট, আবিদ আলী, আবদুল্লাহ শফিক, আজহার আলী, ফাওয়াদ আলম, সৌদ শাকিল, আঘা সালমান, ফাহিম আশরাফ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সরফরাজ আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, তাবিশ খান, হাসান আলী, শাহনেওয়াজ ধানি, নোমান আলী, জাহিদ মাহমুদ, সাজিদ খান।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।