ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশে আসবে কিইউরা, পাকিস্তান সফরে তালেবানের ভয়

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
বাংলাদেশে আসবে কিইউরা, পাকিস্তান সফরে তালেবানের ভয়

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলমান আগস্টের ২৪ তারিখ বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ম্যাচগুলোকে সামনে রেখে নিরাপত্তার ব্যাপার খতিয়ে দেখতে ইতোমধ্যে পর্যবেক্ষক পাঠিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

বাংলাদেশ সফর শেষে তিন ম্যাচ ওয়ানডে ও তিন ম্যাচ টে-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে যাওয়ার কথা কিউইদের। কিন্তু দেশটিতে সফরের আগেই বাঁধা হয়ে দাঁড়িয়েছে তালেবান কর্তৃক আফগানিস্তানের দখল নেয়া।

পাকিস্তানের সীমান্তবর্তী দেশ আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে ভীত হয়ে পড়েছেন কিছু কিউই ক্রিকেটার। তাই নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ সফরের পর পাকিস্তান সফর রয়েছে অনিশ্চয়তায়। নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম বলছে, দেশটির পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানতে নিউজিল্যান্ডের স্বাধীন নিরাপত্তা পর্যবেক্ষক রেগ ডিকেসন আগামী সপ্তাহে পর্যবেক্ষক হিসেবে পাকিস্তান সফরে যাবেন।

নিউজিল্যান্ড ক্রিকেট প্লেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান হেথ মিলস দেশটির সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘সবকিছু সঠিকভাবেই এগোচ্ছিল। কিন্তু গত কয়েকদিন ধরে আফগানিস্তানে যা ঘটছে তা খুবই দুঃখজনক। ক্রিকেটাররাসহ এ ব্যাপারে অনেকেই আমাদের জিজ্ঞেস করছেন। যেটা স্বাভাবিক। আমাদের এখন যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সবকিছু ঠিকঠাক থাকলেই সিদ্ধান্তে যাওয়া দরকার। ’

২০০২ সালে অবশ্য নিউজিল্যান্ড দলের সাথে নিরাপত্তা পর্যবেক্ষক হিসেবে পাকিস্তান সফরে ছিলেন ডিকেসন। সেসময় করাচিতে হোটেলের পাশে বোমা হামলার কারণে কিউইরা মাঝপথে দেশে ফিরে আসে। যদিও ২০০৩ সালে কড়াকড়ি নিরাপত্তার মাঝে অসম্পূর্ণ ম্যাচগুলো খেলে আসে। তবে এরপর আর পাকিস্তানে যাওয়া হয়নি তাদের।

দীর্ঘ ১৮ বছর পর আবার পাকিস্তান সফরে যাবে কিউইরা। আফগানিস্তানের ব্যাপারটিসহ পূর্বের তিক্ত অভিজ্ঞতার কারণে এবার খুব সতর্ক থাকতে হচ্ছে তাদের। তাই নিরাপত্তা পর্যবেক্ষক পাঠিয়ে সবকিছু ঠিকঠাক থাকলেই পাকিস্তান সফরে যাবে তারা। এ ব্যাপারে হিথ মিলস বলেন, ‘ডিকেসনের তথ্য পেতে চার-পাঁচদিন সময় লাগবে। তখন চূড়ান্ত হবে আমরা যাচ্ছি নাকি যাচ্ছি না। আমাদের পরিকল্পনা তার কথামতোই এগোবে। সফরে ডিকেসন আমাদের সঙ্গে যাবেন। তিনি যদি কোনো কারণে অস্বস্তি অনুভব করেন তবে আমরা দলের সাথে কথা বলে দেশে ফিরে আসব। ’

এদিকে পাকিস্তানের আগে বাংলাদেশ সফরের ব্যাপারেও সতর্ক নিউজিল্যান্ড। ইতোমধ্যে কিউইদের নিরাপত্তা পর্যবেক্ষক বাংলাদেশে অবস্থান করছে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পাবলিক অ্যাফেয়ার্স ম্যানেজার রিচার্ড বুক এ ব্যাপারে বলেছেন, ‘আমাদের প্রতিনিধিদল এখন বাংলাদেশে আছে। প্রতিবার যেমন হয়, এবারও সেভাবেই আমরা আমাদের প্রতিনিধিদের প্রতিবেদনে লেখা পরামর্শ অনুযায়ী কাজ করব। ’

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।