ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

চতুর্থ টেস্টে ইংল্যান্ড দলে ফিরছেন মার্ক উড

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২১
চতুর্থ টেস্টে ইংল্যান্ড দলে ফিরছেন মার্ক উড

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচে ফিরছেন ইংলিশ পেসার মার্ক উড। কাঁধের ইনজুরিতে পড়ে হেডিংলিতে তৃতীয় ম্যাচ খেলতে পারেননি তিনি।

এ ম্যাচে ভারতকে ইনিংস ব্যবধানে হারায় ইংলিশরা।

টেস্ট সিরিজ খেলতে এসে একের পর এক ইনজুরি হানা দিয়েছে ইংলিশ শিবিরে। জফরা আর্চার, স্টুয়ার্ট ব্রড, ক্রিস ওকসের সাথে কাঁধের ইনজুরিতে পড়ে দ্বিতীয় টেস্টে নামতে পারেননি ইংলিশ বোলার মার্ক উড। এবার ইনজুরি কাটিয়ে আগামী বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দ্য ওভালে সফরকারীদের বিপক্ষে চতুর্থ টেস্টে মাঠে নামবেন এ পেসার। তার সাথে ফিরতে পারেন আরেক বোলার ক্রিস ওকসও।

এদিকে দ্বিতীয় সন্তান জন্মের সময় চতুর্থ ও শেষ টেস্ট দু’টোই খেলার সম্ভাবনা নেই ইংলিশ উইকেটকিপার জস বাটলারের। তার বদলে কিপিংয়ের দায়িত্ব পালন করবেন জনি বেয়ারস্টো।

পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে ভারতকে এক ইনিংস ও ৭৬ রানে হারিয়ে ১-১ ব্যবধানে সমতায় ফিরেছে ইংল্যান্ড। প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।