ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

তালেবানের প্রতি সমর্থন দিলেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২১
তালেবানের প্রতি সমর্থন দিলেন আফ্রিদি

পাকিস্তানের জার্সিতে খেলার সময় ও অবসরের পরও বরাবরই বিভিন্ন কারণে সংবাদের শিরোনাম হয়েছেন তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি। এবার সাবেক এই অধিনায়ক অন্যরকম এক মতামত প্রকাশ করলেন।

তালেবানের প্রসঙ্গ টেনে তিনি জানান, সম্প্রতি আফগানিস্তানে যারা ক্ষমতায় বসেছে, তারা মানসিকভাবে ‘ইতিবাচক’।

সোমবার সাংবাদিকদের আফ্রিদি বলেন, ‘তালেবান খুবই ইতিবাচক মানসিকতা নিয়ে এসেছে। তারা কর্মক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দিচ্ছে এবং আমার বিশ্বাস তালেবান ক্রিকেট খুবই পছন্দ করে। ’

এর আগে দেশটির আরেক সাবেক অধিনায়ক ও বর্তমানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বেশ কয়েকবারই তালেবানের হয়ে কথা বলেছেন। তিনি বলেছিলেন, ‘এখানে ৫ লাখ লোক ক্যাম্পে আছে। ওখানে ১ লাখ লোক ক্যাম্পে। তালেবান কোনো সৈন্যবাহিনী নয়, তারা সাধারণ নাগরিক। এই ক্যাম্পে যদি কিছু নাগরিক থাকে, পাকিস্তান কীভাবে তাদের খুঁজবে? আপনি কীভাবে তখন একে আশ্রয়স্থল বলবেন?’

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।