ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

অস্ট্রেলিয়া সিরিজ থেকেও কঠিন উইকেট ছিল: সাকিব

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২১
অস্ট্রেলিয়া সিরিজ থেকেও কঠিন উইকেট ছিল: সাকিব ম্যাচ শেষে সাকিব। ছবি: শোয়েব মিথুন

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। এদিন ৭ উইকেটে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।

তবে মিরপুরের এবারের উইকেট অস্ট্রেলিয়া সিরিজ থেকেও কঠিন ছিল বলে জানিয়েছেন ম্যাচ সেরা হওয়া সাকিব আল হাসান।

এদিন দুই উইকেট নেওয়ার পাশাপাশি দলীয় সর্বোচ্চ ২৫ রান করেছেন সাকিব।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাকিব এ বিষয়ে বলেন, ‘অস্ট্রেলিয়া সিরিজ থেকেও কঠিন উইকেট ছিল। তার সঙ্গে আমরাও ভাল জায়গায় বল করেছি। নিউজিল্যান্ড অনেক অনভিজ্ঞ দল এই কন্ডিশনে। স্বাভাবিকভাবেই সংগ্রাম করেছে। ’

তিনি আরও বলেন,‘এখানে গুরুত্বপূর্ণ ছিল যত বেশি সিঙ্গেল নেওয়াটা বা রানিং বিট্যুইন দ্য উইকেট। এই দুটো জিনিস আমার মনে হয়। কারণ বাউন্ডারি মারাটা খুবই কঠিন। সব সময় ইতিবাচক মনোভাব রাখলে সিঙ্গেল বা ডাবলস নেওয়া সহজ হয়। তখন ব্যাটসম্যানের চাপ সরে যায়। সেট হয়ে গেলে একটা-দুইটা বাজে বল পেলে রান করা যায়। কাজেই অনেক চ্যালেঞ্জিং একটা পরিস্থিতির মধ্যে দিয়ে ব্যাটসম্যানরা যাচ্ছে। ’

নিজের ব্যাপারে বলতে গিয়ে সাকিব বলেন, ‘যখন কোনো অর্জন হয় ভাল লাগে। কিন্তু এইগুলা আমি মাথায় রাখতে চাই না। তবে সবাই যখন বলে এরকম একটা টার্গেটের সামনে আছি। এরকম একটা মাইলফলক আছে তখন ভাল লাগে। ’


‘সব থেকে গুরুত্বপূর্ণ হলো যে আমরা ম্যাচ জিতছি।  আমার মনে আছে ২০০৭ বিশ্বকাপের আগে আমরা অনেকগুলো ওয়ানডে জিতেছিলাম টানা, ওটা সাহায্য করেছে। আমার মনে হয় এই জয়গুলো আমাদের দলের আত্মবিশ্বাস ওই জায়গায় নিয়ে যাবে তাতে বিশ্বকাপে ভাল করতে পারি। ’-যোগ করেন সাকিব।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।