ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

মাহমুদউল্লাহর টেস্ট অবসর নিয়ে এখনও ধোঁয়াশা!

স্পের্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২১
মাহমুদউল্লাহর টেস্ট অবসর নিয়ে এখনও ধোঁয়াশা! মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি: শোয়েব মিথুন

গত জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ম্যাচে সতীর্থ, কোচ ও স্টাফদের মাহমুদউল্লাহ রিয়াদ নিজের সাদা পোশাকের অবসরের বিষয়ে জানিয়েছিলেন। এমনকি মাঠে তাকে সতীর্থরা গার্ড অব অনারও দিয়েছিল।

কিন্তু এ ব্যাপারে পরবর্তীতে সাংবাদিকদের করা প্রশ্নে এড়িয়ে যান টি-টোয়েন্টি অধিনায়ক।

বুধবার (০১ সেপ্টেম্বর) বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের মাঝে বিভিন্ন ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। সেখানে তার কাছে মাহমুদউল্লাহর অবসর নিয়ে জানতে চাওয়া হয়।

জবাবে পাপন বলেন, ‘দেখুন করোনার কারণে বায়ো-বাবোলের ভেতরে থাকতে হচ্ছে। এছাড়া একের পর এক সিরিজ চলছে। তাই রিয়াদের সাথে এ বিষয়ে বসা হচ্ছে না। এটা সবার সামনে হয় না। এটা এখনও ঝুলে আছে। ’

বাংলাদেশ  সময়: ২১২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।