ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ওমানে টাইগারদের অনুশীলন শুরু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২১
ওমানে টাইগারদের অনুশীলন শুরু

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ওমানের মাঠে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল।  আজ মঙ্গলবার ওমান ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলনে ঘাম ঝরিয়েছে টাইগাররা।

এর আগে ঘূর্ণিঝড় মাথায় নিয়ে ওমানে গিয়েছে বাংলাদেশ দল। যদিও শুরুতে ফ্লাইট বাতিল হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। কিন্তু শেষ পর্যন্ত গত রোববার রাতেই মাসকটের উদ্দেশে ঢাকা ছাড়ে মাহমুদউল্লাহবাহিনী। এরপর ওমানে পৌঁছে একদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন শেষে আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে বিশ্বকাপ উপলক্ষে টাইগারদের অনুশীলন।  

টাইগারদের বিশ্বকাপ সূচি অনুযায়ী ৮ তারিখ পর্যন্ত এই অনুশীলন চলবে। ৯ অক্টোবর দল যাত্রা করবে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে। পরদিন কোয়ারেন্টিন শেষে ১১ অক্টোবর আরো একদিন অনুশীলন করার সুযোগ পাবে টাইগাররা। ১২ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ হবে আবুধাবি ক্রিকেট গ্রাউন্ডে। পরদিন অনুশীলন। ১৪ তারিখে আয়ারল্যান্ডের বিপক্ষে হবে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ।

দুটি প্রস্তুতি ম্যাচ শেষ করে ১৫ অক্টোবর আসল মঞ্চে পা রাখতে ওমানে রওনা হবে টিম টাইগার। একদিন অনুশীলন করে ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ যাত্রা। বাছাইপর্বে টাইগারদের দ্বিতীয় ম্যাচ ১৯ অক্টোবর স্বাগতিক ওমানের বিপক্ষে। দুটি ম্যাচ শুর হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। ২১ অক্টোবর দুপুর দুইটায় শেষ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি। ম্যাচগুলো জিতলেই মূলপর্বে খেলবে রাসেল ডমিঙ্গোর শিষ্যরা।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।