ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

এবার পাঞ্জাবের কাছে হারলো চেন্নাই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২১
এবার পাঞ্জাবের কাছে হারলো চেন্নাই

আগেই প্লে-অফ নিশ্চিত হয়ে যাওয়া চেন্নাই সুপার কিংস হেরেই চলেছে। রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসের কাছে হারার পর মহেন্দ্র সিং ধোনির দল এবার হারলো পাঞ্জাব কিংসের বিপক্ষে।

অর্থাৎ হারের হ্যাটট্রিক হলো চেন্নাইয়ের।

বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরুতে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলেছিল ধোনির দল। জবাবে অধিনায়ক রাহুলের ২৩৩.৩৩ স্ট্রাইকরেটে ব্যাটিংয়ে ৭ ওভার বাকি থাকতেই ৬ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় পাঞ্জাব।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি চেন্নাই। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। ওপেনার রুতুরাজ গায়কোয়াড় ১৪ বলে ১২ রানে আউট হন। তবে অপর ওপেনার ফাফ ডু প্লেসি খেলেন ৫৫ বলে ৭৬ রানের ইনিংস। এই ইনিংসটাই মূলত চেন্নাইয়ের ভিত গড়ে দেয়। এছাড়া মঈন আলী ০, রবিন উত্থাপা ২, আম্বাতি রাইডু ৪ আর অধিনায়ক ধোনি ১৫ বলে ১২ রান করেন। রবীন্দ্র জাদেজা ১৭ বলে ১৫ রানে অপরাজিত থাকেন।  

রান তাড়ায় নেমে দারুণ শুরু পায় পাঞ্জাব। ওপেনার লোকেশ রাহুলের ব্যাটের ছোঁয়ায় বলগুলো আছড়ে পড়ছিল সীমানায়। আরেক ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ১২ বলে ১২ রানে আউট হন। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ রান করেন এইডেন মার্করাম। এছাড়া সরফরাজ ০ আর শাহরুখ ৮ রান করেন। পুরো দলকে একাই জয়ের বন্দরে নিয়ে যান রাহুল। খুনে ব্যাটিংয়ে খেলেন ৪২ বলে অপরাজিত ৯৮* রানের বিধ্বংসী ইনিংস। যাতে ছিল ৭টি চার এবং ৮টি ছক্কার মার। অধিনায়কের এমন ব্যাটিংয়ে মাত্র ১৩ ওভারে জিতে যায় পাঞ্জাব কিংস।

এই জয়ে এখনও আইপিএলের প্লে-অফের আশা টিকে রইলো পাঞ্জাবের। তবে এজন্য তাদের কলকাতা-রাজস্থান ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। আপাতত পয়েন্ট তালিকায় পাঞ্জাবের অবস্থান পাঁচে। তারা ম্যাচ খেলেছে ১৪টি। অন্যদিকে চেন্নাই সমান ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে।  

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।