ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

চোটে প্রথম টেস্টে খেলতে পারছেন না সাকিব

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
চোটে প্রথম টেস্টে খেলতে পারছেন না সাকিব

টেস্ট দল ঘোষণার সময়ই সাকিব আল হাসানকে ফিটনেস প্রমাণ সাপেক্ষে রাখা হয়েছিল। তবে একদিন না যেতেই দুঃসংবাদ পাওয়া গেল।

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে পারছে না এই তারকা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যামস্ট্রিংয়ের যে চোট সাকিব ছিটকে দিয়েছিল আসরটি থেকে, এবার সেই চোটই মাঠের বাইরে থাকতে বাধ্য করল তাকে।

এর আগে তামিম ইকবাল আঙুলের চোটের কারণে ছিটকে যান। আর পাকিস্তানের বিপক্ষেই টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে হাতে চোট পেয়ে প্রথম টেস্টের দলে থাকতে পারেননি ফাস্ট বোলার তাসকিন আহমেদ। এছাড়া আরেক পেসার শরিফুল ইসলামও চোটের কারণে নেই টেস্ট স্কোয়াডে।

আগামী শুক্রবার চট্টগ্রামে শুরু বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।