ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

'বোলার' মিঠুনের ৭ উইকেট!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
'বোলার' মিঠুনের ৭ উইকেট!

ফর্মহীনতার কারণে জাতীয় দল থেকে বাদ পড়েছেন আগেই। চলতি জাতীয় ক্রিকেট লিগেও (এনসিএল) হাসছে না তার ব্যাট।

 অথচ সেই মোহাম্মদ মিঠুন এবার বল হাতে রীতিমত তোলপাড় ফেলে দিলেন। যদিও তার মূল পরিচয় উইকেটকিপার-ব্যাটার!

আজ মঙ্গলবার বিকেএসপিতে লিগের ষষ্ঠ ও শেষ রাউন্ডের ম্যাচে ঢাকা বিভাগের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৭ নম্বর বোলার হিসেবে বোলিংয়ে আসেন খুলনা বিভাগের মিঠুন। অফ স্পিনে ২০.৫ ওভারের টানা স্পেলে ৭৫ রানে নেন ৭ উইকেট। এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩ ইনিংসে বোলিং করে তার উইকেট ছিল মোটে ৬টি। এবার এক ম্যাচেই তিনি বাজিমাত করলেন।

কিন্তু ব্যাট হাতে এবারের এনসিএল মোটেও ভালো কাটছে না মিঠুনের। ৮ ইনিংসে একটাও ফিফটি পাননি। ৩৭৯ রানের লক্ষ্য তাড়ায় খুলনা তৃতীয় দিন শেষ করেছে বিনা উইকেটে ৭ রান তুলে। রান তাড়ায় নেমে আজ দিনের শেষ ৯ ওভার কাটিয়ে দেন ইমরুল কায়েস (১*) ও অমিত মজুমদার (২*)। শেষ দিনে দরকার আরও ৩৭২ রান। এর আগে খুলনার প্রথম ইনিংসে থামে ২১৩ রানে।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।