নেদারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে থাকবেন না দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিদি। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে দল থেকে ছিটকে গিয়েছেন তিনি।
করোনায় আক্রান্ত হলেও লুঙ্গি এনগিদি ভালো ও উজ্জীবিত আছেন বলে জানিয়েছে দক্ষিণ আফ্রিকা বোর্ড। তার বদলে দলে জায়গা করে নিয়েছেন জুনিয়র ডালা। পেস ইউনিটের আরেক সদস্য লিজাড উইলিয়ামস ইনজুরির কারণে এই সিরিজে খেলতে পারবেন না।
প্রথম সারির ছয় খেলোয়াড় অধিনায়ক টেম্বা বাভুমা, এইডেন মার্করাম, কুইন্টন ডি কক, রাসি ফন ডার ডুসেন, কাগিসো রাবাদা ও আনরিখ নরকিয়াকে বিশ্রামে রেখে এই সিরিজের দল ঘোষণা করেছিল সিএসএ। এই সিরিজে অধিনায়কের ভূমিকায় থাকবেন কেশব মহারাজ। আগামী ২৬ নভেম্বর সেঞ্চুরিয়নে হবে প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে পরের দুটি ওয়ানডে ২৮ নভেম্বর ও ১ ডিসেম্বর।
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
আরইউ