পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে দারুণ ব্যাটিং করে ৯ রানের আক্ষেপ নিয়ে সেঞ্চুরি করা হয়নি মুশফিকুর রহিমের। হতাশা নিয়ে প্রথম ইনিংসে মাঠ ছাড়লেও দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভালো খবর পেলেন মুশফিকুর রহিম।
দ্বিতীয় ইনিংসে ৪৪ রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে বাংলাদেশ যখন ব্যাটিং বিপর্যয়ে, সেই মুহূর্তে ব্যাট করতে নেমে এ কীর্তি গড়েন মুশফিক। টেস্ট ফরম্যাটে ৭৬ ম্যাচের ১৪০ ইনিংসে ৩৭.৪৯ গড়ে এই ব্যাটারের সংগ্রহ ৪৭৮৯* রান। ৬৪ ম্যাচে ১২৩ ইনিংসে ৩৯.৫৭ গড়ে এক রান কমে ৪৭৮৮ রান নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন তামিম ইকবাল। তিনে থাকা সাকিব আল হাসান ৫৮ ম্যাচে ১০৭ ইনিংসে ৩৯.৩৩ গড়ে সংগ্রহ করেচেন ৩৯৩৩ রান।
উল্লেখ্য, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার কথা থাকলেও আঙুলের চোটে সিরিজ থেকে ছিটকে পড়েন তামিম ইকবাল। নিউজিল্যান্ডের বিপক্ষেও তার সিরিজ খেলা নিয়ে রয়েছে শঙ্কা।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
আরইউ